সমীরণ পাল, কলকাতা : কট্টরপন্থীদের খপ্পরে পড়ে কি ধর্মনিরপেক্ষতার পথ থেকে তালিবানি মডেলে চলতে শুরু করবে বাংলাদেশ? বৃহস্পতিবার সামনে আসা একটি ভাইরাল ভিডিও যখন এই জল্পনার জন্ম দিয়েছে, তারইমধ্য়ে শুক্রবার পেট্রাপোল সীমান্তে বাংলাদেশের নাগরিকদের মুখেই শোনা গেল ভয়ঙ্কর কথা।
পেশায় ব্যবসায়ী , সমর সরকার এসেছিলেন কলকাতায় আত্মীয়র বাড়িতে। শুক্রবার সকালে, পেট্রোপোল সীমান্তে শোনালেন ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। শোনালেন ভয়াবহ কথা ! সেখানে নাকি মিছিল করে জারি করা হচ্ছে ফতোয়া। টার্গেট মহিলারা। মহিলাদের ফতোয়া জারি করেছে যে তারা ঘর থেকে বেরোতে পারবে না, পর্দা ছাড়া। খুলনা থেকে এদেশে আসা এক বাসিন্দার দাবি, সেখানে মিছিল হচ্ছে, 'আমরা সবাই তালিবান, এদেশ হবে আফগান।'
বাংলাদেশে ফরিদপুর থেকে এসেছেন মা-মেয়ে যূথিকা ও শ্রাবণী চৌধুরী। গন্তব্য গড়িয়ার আত্মীয়র বাড়ি। তাঁদের গলাতেও আতঙ্ক। তাঁদেরও অভিজ্ঞতা ভয়াবহ। তলায় তলায় ফরিদপুরেও শুরু হয়ে গিয়েছে ফতোয়া জারি। রীতিমতো ধমক-ধামক দিয়ে বলা হচ্ছে, বেরনো যাবে না মহিলাদের। বাজার-দোকান করতে গেলে, এত রাত্রি পর্যন্ত মহিলাদের কীসের বেরনো?
হাসিনা আমলে তাঁরা বাইরে বেরোতেন নির্দ্বিধায়। কোনও ভয় ছিল না, ভীতি ছিল না। নিজের মতো করে বেরোতে পারতেন তাঁরা। কিন্তু এখন ? আত্মীয় পরিজনরাই বলছেন, ' না এখন দেশের পরিস্থিতি ভাল না।'
বাংলাদেশের যশোর থেকে কলকাতায় এসেছেন সমাপ্তি সরকার। স্বাধীন দেশেও তাঁরা যেন এখন পরাধীন। 'আমাদের ভাল লাগছে না। ব্যক্তি স্বাধীনতা বলতে যে জিনিসটা বোঝায়, সেটা তো অনেকটাই কমে গেছে।' , জানালেন সমাপ্তি।
শেখ হাসিনা ও খালেদা জিয়া। বাংলাদেশের রাজনীতি গত কয়েক দশক ধরে যেখানে দুই মহিলাকে কেন্দ্র করে আবর্তিত, সেই বাংলাদেশেই কি নেমে আসবে মহিলাদের ওপর মৌলবাদীদের ফতোয়ার খাড়া? ঠিক আফগানিস্তান মডেলে ? ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের পোস্ট করা ভিডিও দেখে। সেখানে দেখা গিয়েছে, উগ্রবাদীরা প্রচার চালাচ্ছে গোপালগঞ্জে, সেখানে বাজার করতে পারবেন না মহিলারা, কোনও দোকানিও মহিলাদের যেন কিছু বিক্রি না করেন, জারি করা হয়েছে ফতোয়া। আগামী দিন কি তবে হতে চলেছে আরও ভয়ঙ্কর ? পড়শি দেশের এমন রাতারাতি বদলে যাওয়া ছবিটা রাতের ঘুম উড়িয়েছে এ রাজ্যের অনেকেরই।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে