কলকাতা : বাংলাদেশের খাগড়াছড়ি, নাটোরে একের পর এক হিন্দুকে খুনের পর এবার নড়াইলে হিন্দু মহিলাকে গণধর্ষণের পর বিষ খাইয়ে খুনের চাঞ্চল্যকর অভিযোগ উঠল। বাংলাদেশে ক্রমাগত হিন্দু নিপীড়নের মধ্যেই এবার সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সব ধর্মের ধর্মগুরুরা।
হিন্দুদের ঘর-বাড়িতে আগুন, মন্দিরে ভাঙচুর, অধ্য়াপক থেকে সাধারণ মানুষের উপর অত্য়াচার, নির্যাতন, নিপীড়নের একের পর এক ঘটনা যখন সামনে আসছে, তারই মধ্যে উঠল একের পর এক ভয়ঙ্কর অভিযোগ। বাংলাদেশের খাগড়াছড়ি, নাটোরে একের পর এক হিন্দুকে খুনের পর, এবার বাংলাদেশেরই নড়াইলে হিন্দু মহিলাকে গণধর্ষণের পর বিষ খাইয়ে খুনের চাঞ্চল্যকর অভিযোগ উঠল। কার্যত ফিরে এল ১৯৭১ সালে পাকিস্তানি সেনার হাতে বাঙালি মহিলাদের গণধর্ষণের সেই বীভৎস স্মৃতি।
ভয়েস অফ বাংলাদেশি হিন্দুজ-এর সোশাল মিডিয়ায় দাবি করা হয়েছে, বাংলাদেশের নড়াইলে মর্মান্তিক ঘটনা ঘটেছে। একজন হিন্দু মহিলাকে গণধর্ষণ ও খুন করেছে জামাত নেতারা। সেই পোস্ট রি-পোস্ট করেছেন ইসকনের কলকাতা শাখার ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস।
সংবাদপত্র 'বাংলাদেশ প্রতিদিন' - এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার নড়াইলের মাইজপাড়া ইউনিয়ন পরিষদের ওই সদস্যাকে ডেকে পাঠিয়ে একটি বাড়িতে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়। নির্যাতিতার মুখ বন্ধ করতে তাঁকে বিষ খাইয়ে দেওয়া হয় বলে অভিযোগ। বৃহস্পতিবার যশোর জেনারেল হাসপাতালে মৃত্যু হয় ওই মহিলার।
ঠিক এক সপ্তাহ আগে, ২০ ডিসেম্বর নাটোরের কাশিমপুর শ্মশানকালী মন্দিরে হাত-পা বাঁধা অবস্থায় সেবায়েতের নিথর দেহ উদ্ধার হয়েছিল। তাঁকেও খুন করা হয়েছিল। সেই ঘটনায় শোরগোল পড়ে যায়। তার আগে ৫ ডিসেম্বর খাগড়াছড়িতে বাড়িতে ঢুকে নৃশংসভাবে খুন করা হয়েছিল ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের ঘনিষ্ঠ প্রান্ত দাসের মা-কে। এবার, নড়াইলের হিন্দু মহিলাকে গণধর্ষণ করে খুনের চাঞ্চল্যকর অভিযোগ উঠল। গণধর্ষণের ঘটনা স্বীকার করেছেন নড়াইল সদর থানার OC।
এবিষয়ে জানতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব সফিকুল আলমকে মেসেজ করা হলেও কোনও প্রতিক্রিয়া মেলেনি।
এদিকে, বাংলাদেশে ক্রমাগত হিন্দু নিপীড়নের মধ্যেই এবার সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিলেন সব ধর্মের ধর্মগুরুরা।
কিন্তু, বাংলাদেশের এই নৈরাজ্য় আরও কতদিন চলবে ? আরও কতদিন সেখানে ভয়ে ভয়ে থাকতে হবে হিন্দুদের ?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।