মেলবোর্ন: বক্সিং ডে টেস্টের (IND vs AUS 4th Test) তৃতীয় দিনে মেলবোর্নে উপস্থিত দর্শকদের মন জিতলেন নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy)। এক অনবদ্য শতরান হাঁকান ২১ বছর বয়সি ব্যাটার। তার এই শতরানের জন্য তাঁকে তো কুর্নিশ জানানো হচ্ছেই, পাশাপাশি বাহবা পাচ্ছেন মহম্মদ সিরাজও (Mohammed Siraj)। কিন্তু সিরাজ হঠাৎ বাহবা পাচ্ছেন কেন? দিনশেষে তাঁর সংগ্রহ তো মাত্র দুই রান।
গোটা সময়ে এক অত্যন্ত পরিপক্ক ইনিংস খেলে নীতীশ নিজের আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম শতরানের দিকে অগ্রসর হয়েছিলেন। ঠিক যখন ৯৯ রানে অপরাজিত রয়েছেন তিনি, তখনই ১০ বলের ব্যবধানে ওয়াশিংটন সুন্দর ও যশপ্রীত বুমরা সাজঘরে ফেরেন। শেষ ব্যাটার হিসাবে মহম্মদ সিরাজ ক্রিজে নামেন। সিরাজ যে নিজের ব্যাটিংয়ের জন্য পরিচিত নন, তা আলাদা করে বলে দিতে হয় না। অনেকেই তাই আশঙ্কায় ছিলেন, নীতীশের সেঞ্চুরিটা আদৌ হবে তো!
কিন্তু সকলকে আশ্বস্ত করে সিরাজ প্যাট কামিন্সের তিন তিনটি বল খেলেন। নীতীশকে সেঞ্চুরি হাঁকানোর সুযোগ করে দেন। এরজন্যই তাঁকে বেশ মজাদার একটি পোস্টের মাধ্যমে ধন্যবাদ জানান নীতীশ। তিনি শতরানের পর সিরাজের সঙ্গে আলিঙ্গনের একটি ছবি পোস্ট করে লেখেন, 'আমি সিরাজ ভাইকেও বিশ্বাস।'
আসল টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে যশপ্রীত বুমরার অনবদ্য বোলিংয়ের পর মহম্মদ সিরাজকে বলতে শোনা গিয়েছিল, 'আমি শুধু জাস্সি (যশপ্রীত বুমরা) ভাইয়ের ওপর বিশ্বাস করি।' সেই লাইনটি বেশ ভাইরাল হয়। এবার সেই লাইনটির ভঙ্গিমাতেই সিরাজকে ধন্যবাদ জানালেন নীতীশ। তরুণ তুর্কির বাবাকেও কিন্তু সিরাজকে ধন্যবাদ জানাতে শোনা গিয়েছিল।
নীতীশের বাবা মুত্যালা দিনের খেলা শেষে সাক্ষাৎকারে বলেন, 'আমাদের পরিবারের জন্য ভীষণ স্পেশাল একট দিন। সারাজীবন এই দিনটা আমরা মনে রাখব। ১৪-১৫ বছর বয়স থেকে ও রান করে এসেছে। এবার আন্তর্জাতিক ক্রিকেটেও বড় রান পেল। দুর্দান্ত অনুভূতি। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই মহম্মদ সিরাজকে। ও যখন ৯৯ রানে ব্যাটিং করছে, তখন সিরাজ স্ট্রাইকিং এন্ডে ছিল। ও সুন্দরভাবে ওভারটা কাটিয়ে দিয়েছে। অসংখ্য ধন্যবাদ ওকে।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: স্টিভ স্মিথের থেকেও অধিক পছন্দের বিরাট, কোহলি-কনস্টাস বিবাদের মাঝেই ভাইরাল স্যামের পুরনো ভিডিও