ঢাকা : সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ। দেশে মহিলাদের যৌন হেনস্থার ঘটনাও বাড়ছে। এইসব অভিযোগ তুলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র বিষয় উপদেষ্টার পদত্যাগ দাবি করে বিশাল মিছিল করেছেন ছাত্র-ছাত্রীরা। এই দাবিতে ছাত্র-ছাত্রীদের সংগঠন মিছিল করে বাংলাদেশের সচিবালয়ের দিকে গেছে। যদিও এই চাপের মুখেও স্বরাষ্ট্র বিষয় উপদেষ্টা জাহাঙ্গির আলম চৌধুরী দেশে আইন-শৃঙ্খলার কোনও অবনতি হয়নি বলে দাবি করলেন। তাঁর দাবি, কয়েকটি ছোটখাট ঘটনা ঘটেছে। সার্বিকভাবে দেশের নিরাপত্তা "সন্তোষজনক" অবস্থায় রয়েছে।
স্থানীয় সংবাদ মাধ্যমে এক ছাত্র বলেছেন, "স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছেন না। তাঁর নেতৃত্বে চলা পুলিশও মুখে কুলুপ এঁটেছে। মহিলারা আজ নিরাপদ নন। তাই, আমরা চাই, স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের কাছে ক্ষমা চাক এবং নিজের গদি ছেড়ে দিন।" বিক্ষোভকারীরা মঙ্গলবারের মধ্যেই স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন। যদি তা না হয় তাহলে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। তাঁরা বাংলাদেশে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারায় স্বরাষ্ট্র উপদেষ্টার কৈফিয়তও চেয়েছেন।
এদিন ছাত্ররা যখন প্রতিবাদ মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যাচ্ছিলেন, সেই সময় তাঁদের সঙ্গে ঢাকা পুলিশের সংঘর্ষও হয়। মহিলা প্রতিবাদীদের সঙ্গে পুলিশ অভব্য আচরণ করেছে বলে তাঁরা অভিযোগ তোলেন। এক আন্দোলনকারী বলেন, "এই বাহিনীতে একজনও মহিলা পুলিশকর্মী নেই। অথচ আমরা এখানে এমন একটা মিছিল করছি যেখানে বহু মহিলা রয়েছেন। এটা মহিলাদের আন্দোলন। পুরুষ পুলিশকর্মীরা আমাদের গায়ে হাত দিয়েছেন। এর আমরা তীব্র নিন্দা করি।"
এর পাশাপাশি ছাত্ররা রবিবারও ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবাদ মিছিল বের করেন। সেখানে তাঁরা স্লোগান তোলেন, "জেগে ওঠো সরকার।" "নীরবতা ভেঙে, ধর্ষকদের শাস্তি দাও", "হিংসা থামা, মহিলাদের সুরক্ষা দাও", "ধর্ষকদের ফাঁসিকাঠে ঝোলাও।" প্রসঙ্গত, বিগত কয়েক মাস ধরে বাংলাদেশে মহিলাদের উপ যৌন হেনস্থার ভূরি ভূরি অভিযোগ উঠেছে। রবিবারই বাংলাদেশ মহিলা পরিষদ মহিলাদের উপর বাড়তে থাকা অপরাধের তীব্র নিন্দা করেছে এবং দেশে আইন-প্রণয়নকারী এজেন্সিগুলির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে তারা।
বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সংখ্যালঘুদের উপর অত্যাচারের ভূরি ভূরি অভিযোগ সামনে এসেছে। তার পরেও পরিস্থিতির সেঅর্থে বিশেষ উন্নতি হয়নি বলে অভিযোগ। সংখ্যালঘুদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে মহম্মদ ইউনূস নেতৃত্বাধীন সরকার। এবার আইন-শৃঙ্খলার অবনতির অভিযোগ তুলে সরব হলেন ছাত্র-ছাত্রীরাও।