কলকাতা : মাঝরাতে কুমিল্লার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড। ৭০টিরও বেশি দোকান পুড়ে ছাই। বাংলাদেশের সংবাদপত্র ‘ঢাকা ট্রিবিউন’ সূত্রে খবর মিলেছে। কুমিল্লার চান্দিনার মাধাইয়া বাজারে সংখ্যালঘুদেরও দোকান রয়েছে।
গতকাল রাত পৌনে ১২টা নাগাদ আগুন লাগে। দমকলের দাবি, মিষ্টির দোকানের স্টোভ থেকে আগুন ছড়ায়। দ্রুত আগুনের গ্রাসে চলে যায় বাজারের একের পর এক দোকান। দমকলের ৬টি ইঞ্জিন প্রায় ২ ঘণ্টা পর রাত দেড়টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনে।
বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, কুমিল্লা ফায়ার সার্ভিস জানিয়েছেন, প্রাথমিকভাবে জানা গেছে ছালাম মিষ্টান্ন ভান্ডার নামে একটি দোকানের উনুন থেকে আগুন ছড়ায়। প্রথমে আগুন নেভানোর জন্য দূরের পুকুর থেকে জল আনা হয়। এদিকে আগুন লাগার জন্য বড় রাস্তায় যানজট বাড়ে। তাই আগুন নেভাতে সমস্যা বাড়ে। মোট কতগুলি দোকান ভস্মীভূত হয়েছে বা ক্ষয়ক্ষতির পরিমান এখনই নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। তবে মনে করা হচ্ছে শতাধিক দোকান পুড়ে ছাই হয়েছে।
বাংলাদেশের সংবাদ মাধ্যমে প্রকাশ, মাধাইয়া বাজারটি ঢাকা-চট্টগ্রাম রাজপথের দুই পাশে অবস্থিত। রাতে আগুন লাগার খবরে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। রাস্তা দিয়ে চলাচলকারী যানবাহনের চালকরাও নেমে পড়েন আগুন নেভানোর চেষ্টায। তার ফলে রাস্তায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। সূত্রের খবর এলাকা থেকে ২০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। তার জন্য আগুন নিয়ন্ত্রণে আসতে সময় লেগে যায়।
সূত্রের খবর, কুমিল্লার চান্দিনার মাধাইয়া বাজারে সংখ্যালঘুদেরও দোকান রয়েছে। তাই এই আগুন দুর্ঘটনাবশত লেগে গিয়েছে নাকি অন্য কিছু, সন্দেহ প্রকাশ করেছেন অনেকেই।
মঙ্গলবারই বিদ্বেষের দেশ বাংলাদেশে ফের ভারত-বিরোধী স্লোগান ওঠে। স্বাধীনতার ইতিহাস ভুলে বিশ্বাসঘাতকের মতো স্লোগান তোলে বাংলাদেশের উগ্রবাদী মানুষ। রাজধানী ঢাকায় ছাত্রদের মার্চ ফর ইউনিটি থেকে ওঠে ভারত-বিরোধী স্লোগান । অন্যদিকে চট্টগ্রাম জেলে বন্দি সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের শারীরিক অবস্থার অবনতির আশঙ্কা বাড়ছে। এই পরিস্থিতিতে ২ তারিখ তাঁর জামিনের আবেদনের শুনানি রয়েছে। তা কি আদৌ হবে ? বাড়ছে শঙ্কা। 'বাংলাদেশে হিন্দু ও সংখ্যালঘুদের ওপর লাগাতার হামলা, অকথ্য নির্যাতন, নতুন বছরে যেন তার অবসান ঘটে' এই প্রার্থনা জানিয়ে বছর শেষের দিন বিশেষ সভার আয়োজন করে ইসকনের কলকাতা শাখা।
আরও পড়ুন : ফের দুয়ারে সরকার, আপনার এলাকায় আছে ক্যাম্প? এভাবেই খুঁজে নিন মোবাইলে