কলকাতা: বচ্চন পরিবারের সঙ্গে ঐশ্বর্য্য রাই বচ্চনের দ্বন্দ্বের কথা হামেশাই প্রকাশ্যে চলে আসছে। তবে এবার গাঢ় হল আরও এক জল্পনা। বচ্চন পরিবারের সঙ্গে আদৌ কী ঐশ্বর্য্য রাই বচ্চনের কোনও সমস্যা নেই? সমস্যা কী কেবল মাত্র জয়া বচ্চনের (Jaya Bachchan) সঙ্গেই? কারণ এর আগে এক অনুষ্ঠানে ঐশ্বর্য্যকে দেখা গিয়েছিল অভিষেক বচ্চন (Abhishek Bachchan) ও অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) সঙ্গে। তবে সদ্য একটি বিয়ে বাড়িতে দেখা গেল বচ্চন পরিবারকে। কিন্তু সেখানে জয়া বচ্চন ছিলেন বলেই কি দেখা গেল না ঐশ্বর্য্য রাই বচ্চনকে?
আজ প্রকাশ্যে এসেছে বচ্চন পরিবারের একটি বিয়েবাড়ির ছবি। রবিবার বচ্চন পরিবারের ঘনিষ্ঠ এক বিবাহ অনুষ্ঠানে অমিতাভ-জয়াকে দেখা গেল তাঁদের ছেলে অভিষেকের সঙ্গে। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ছবিতে দেখা গিয়েছে প্রীতিভোজের অনুষ্ঠানে বর-বধূর দু’পাশে দাঁড়িয়ে ছবি তুলেছেন অমিতাভ ও জয়া। এক পাশে অভিষেক। কিন্তু এই ছবিতে কোথাও দেখা যায়নি ঐশ্বর্য্যকে। এই ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই নতুন করে জল্পনা ছড়িয়েছে। এর আগে স্কুলের অনুষ্ঠানে তো অভিষেক আর অমিতাভের সঙ্গে দেখা গিয়েছিল ঐশ্বর্য্যকে। তবে তাঁর সমস্যা কি কেবলমাত্র শাশুড়ি জয়ার সঙ্গেই? সেই কারণে এই অনুষ্ঠানে এলেনই না ঐশ্বর্য্য ও কন্যা আরাধ্যা?
আরাধ্যার স্কুলে সদ্যই একটি ক্রিসমাসের অনুষ্ঠান ছিল। সেখানে একটি নাটকে অংশ নিয়েছিলেন আরাধ্যা। তবে এই প্রথম নয়.. এর আগেও আরাধ্যা একটি অংশগ্রহণ করেছিলেন। সেই নাটকের বিভিন্ন ক্লিপিংস ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছিল আরাধ্যার সেই ক্লিপিংগুলি। অনেকেই বলেছিলেন, বচ্চন পরিবারের যোগ্য কন্যা। আর ফের একবার মঞ্চে আরাধ্যা। এদিন তিনি পরেছিলেন লাল একটি কোট। আর তাঁর হাত ধরেই পার্টিতে আসেন ঐশ্বর্য্য।
তবে আজ কী হল যে পার্টিতে দেখাই গেল না ঐশ্বর্য্যকে? শুধুমাত্র জয়া বচ্চন উপস্থিত ছিলেন বলেই কি এলেন না তিনি? সেই উত্তর দেবে সময়। তবে এই ঘটনায় যে বচ্চন পরিবারের অন্তর্দ্বন্দ্ব নিয়ে নতুন তরজা শুরু হয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন: Malaika-Arjun: 'জানি না কেন ঘটল'.. বছর শেষে মালাইকার অর্জুনের সঙ্গে বিচ্ছেদ নিয়ে আক্ষেপ?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।