Bangladesh Violence: বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন (Bangladesh News) ক্রমশ পরিণত হয়েছে জনরোষে। আর জনরোষ ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে তারই নিদর্শন দিল পড়শি দেশ। সোমবার দুপুরে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা (Sheikh Hasina)। তারপরেই বোনকে নিয়ে দেশ ছাড়েন তিনি। এরপর দুপুর ৩টে নাগাদ (বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর) শেখ হাসিনার বাসভবন 'গণভবন'- এর দখল নেয় আন্দোলনকারীরা। চলে ভাঙচুর, লুঠ। শুধু গণভবন নয়, ঢাকার ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারেও ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। এর পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়া হয় বঙ্গবন্ধু ভবনে, যার আর এক নাম বঙ্গবন্ধু মেমোরিয়াল মিউজিয়াম। সোমবার দুপুরের পর থেকে বিক্ষোভের পারদ ক্রমশ চড়েছে ঢাকার ধানমন্ডিতে। 


ভাঙা হল বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি 


তিনি বঙ্গবন্ধু। ধর্মনিরপেক্ষ বাংলাদেশ গড়ে তোলার পিছনে মুজিবুর রহমানের অবদান ঠিক কী তার সাক্ষী ইতিহাস। এতদিন অবশ্য মনে করা হত নিঃসন্দেহে বাংলাদেশের আম জনতার মুখে মুখেও ফেরে বঙ্গবন্ধুর অবদানের কথা। তবে সোমবার দুপুরে গোটা বিশ্ব যে দৃশ্যের সাক্ষী থেকেছে তা অত্যন্ত লজ্জার, দুঃখেরও। গণভবনের ভিতরে থাকা মুজিবুর রহমানের মূর্তি ভাঙা হয়েছে হাতুড়ি দিয়ে মেরে। উন্মত্ত জনতা উল্লাস করেছে সেই কর্মকাণ্ডের সময়। সুবিশাল মূর্তির উপরে চড়ে হাতুড়ি দিয়ে ভাঙা হয়েছে বঙ্গবন্ধুর প্রতিমূর্তির মাথা। মূর্তি ভাঙতে উঠেছেন গুটিকয়েক লোক। আর নীচে তাদের উৎসাহ দিতে উপস্থিত কয়েক হাজার লোক। আর এমন দৃশ্য দেখে কার্যত হতবাক বিশ্ব। সোশ্যাল মিডিয়ায় অনেকেই এই প্রশ্ন তুলছেন যে যাঁর জন্য 'বাংলাদেশ' তৈরি হয়, স্বাধীনতা পেল, কীভাবে তাঁর মূর্তি কীভাবে ভাঙতে পারেন সেই দেশের নাগরিক?  


গণভবনের ভিতরে তাণ্ডব, হামলা বাংলাদেশের সংসদ ভবনেও 


প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে তাণ্ডব চালিয়েই শান্ত থাকেনি আন্দোলনকারীরা। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মন্ত্রী, সাংসদদের বাড়িতে হামলা চালানো হয়েছে। কোথাও আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। আর গণভবনে প্রকাশ্যে দিবালোকে চলেছে লুঠতরাজ। হাতের সামনে যে যা পেয়েছেন তাই নিয়েই পালিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেইসব ছবি। কারও হাতে হাঁস, খরগোশ, মাছ, কেউ নিয়েছেন গণোভবন লেখা সাইনবোর্ড, কারও হাতে শাড়ি, এক যুবক আবার শাড়ি পরেও নিয়েছেন। দাবি আসবাব থেকে টিভি, গণভবনের ভিতর থেকে তুলে আনা হয়েছে সবকিছুই। দেখা গিয়েছে, গণভবনের ভিতরে ঢুকে একটি ঘরের বিছানায় শুয়ে উল্লাস করেছেন আন্দোলনকারীদের একাংশ। একদল আবার যোগ দিয়েছে খাবার খাওয়ায়। প্রধান বিচারপতির বাসভবনেও ভাংচুর-লুঠ চালিয়েছে আন্দোলনকারীদের একাংশ, এমনই খবর বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে। 


আরও পড়ুন- প্রধানমন্ত্রীর বাসভবনে তাণ্ডব; শাড়ি, ছাগল, হাঁস, মাছ, যে যা পারল, পালাল নিয়ে 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।