বাংলাদেশ নিয়ে কেন্দ্র কেন চুপ , কেন কড়া বার্তা বা পদক্ষেপ নয় ? এই প্রশ্ন তুলে বারবার সরব হয়েছেন বাংলার তৃণমূল নেতারা। গত সপ্তাহে বিধানসভাতেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ ইস্যুতে দেশের স্পষ্ট অবস্থান জানতে চেয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের বিবৃতি দাবি করেন। আর এবার বাংলাদেশ ইস্যুতে মোদিজিকে আরও কঠোর হওয়ার আহ্বান জানালেন তেলেঙ্গনার বিজেপি বিধায়ক। বিজেপি বিধায়ক টি রাজা বাংলাদেশকে বুঝে নিতে ১৫ মিনিট সময় চাইলেন প্রধানমন্ত্রীর কাছ থেকে !
এদিন গোয়ায় বজরঙ্গ দলের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন বিজেপি বিধায়ক টি রাজা। হালে বাংলাদেশে হিন্দুদের উপর অকথ্য নির্যাতন ও মৌলবাদীদের ভারতবিরোধী হুঙ্কারের বিরুদ্ধে পাল্টা হুঁশিয়ারি দিলেন টি রাজা। তিনি প্রধানমন্ত্রীর কাছে ১৫ মিনিট সময় চাইলেন । বললেন, ১৫ মিনিটের জন্য সীমান্ত খুলে দিলে বাংলাদেশের খেলা শেষ করে দেওয়া যাবে। আর তার জন্য 'বজরঙ্গী'রা তৈরি আছেন।
রবিবার গোয়ায় ৪৮ মিনিট বক্তৃতা দেন তিনি। টি রাজা খ্রিস্টান সম্প্রদায়ের মানুষদের কাছেও কট্টর ইসলামপন্থীদের "লাভ জিহাদের" বিরুদ্ধে লড়াই করার জন্য আহ্বান জানান। গোয়ায় হিন্দু জনসংখ্যা কমে আসার কথা বলতে গিয়ে তিনি বাংলাদেশের কথাও টেনে আনেন। অভিযোগ করেন , প্রতিবেশী দেশে হিন্দুদের হত্যা করা হচ্ছে , জোরজুলুম হচ্ছে তাদের ওপর। দোকানপাট লুঠ করা হচ্ছে। তারপরই তিনি প্রধানমন্ত্রী মোদির উদ্দেশে বলেন, ‘বাংলাদেশের হিন্দুরা সাহায্যের জন্য আবেদন করছে। আমি বলতে চাই যে 'বজরঙ্গী'রা বাংলাদেশে হিন্দুদের সুরক্ষার জন্য লড়াই করতে প্রস্তুত। মোদিজি, মাত্র 15 মিনিটের জন্য গেট খুলুন এবং আমরা বুঝে নেব' প্রধানমন্ত্রীর উদ্দেশে তাঁর আবেদন, 'মোদীজি, আজকে একটি উগ্র রূপ দেখানো দরকার। ' Indian Expresss-এ প্রকাশিত রিপোর্টে দাবি, রবিবার টি রাজা বাংলাদেশের পতাকা ছিঁড়ে ফেলেন। বলেন, ‘যে ভারতের বিরুদ্ধে যাবে, তার এমন পরিণতি হবেই ! '
টি রাজা কোমর থেকে একটি তরবারি বের করে বললেন, 'এই তলোয়ারটি শুধু খাপে রাখার জন্য নয়। এটা প্রত্যেক হিন্দুর ঘরে থাকা উচিত।' এদিন বিজেপি নেতা এবং তেলেঙ্গানার বিধায়ক টি রাজা সিং গোয়াতে জনসংখ্যার পরিবর্তন নিয়ে "উদ্বেগ" প্রকাশ করেন । তাঁর দাবি, উপকূলীয় রাজ্যে মুসলিম জনসংখ্যা যে হারে বাড়ছে তা একটি বিষয়। হিন্দুদের ধর্মান্তরিত করা হচ্ছে বলেই, সেই অঞ্চলে হিন্দু জনসংখ্যা কমেছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।