অ্য়াডিলেড: পারথে যখন তাঁর অভিষেক হল, তখন অনেকেই নাক সিঁটকেছিলেন। কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে দুর্দান্ত বোলিং করেছিলেন হর্ষিত রানা। কিন্তু অ্যাডিলেড টেস্টের পরই এবার তাঁকে বসানোর দাবি উঠছে। সেই দাবি তুলছেন স্বয়ং ভারতের বিশ্বজয়ী প্রাক্তন ক্রিকেটার হরভজন সিংহ। ব্রিসবেন টেস্টে রানাকে বসানোর কথা বলেছেন তিনি। এমনকী তাঁর বদলি হিসেবে টার্বুনেটর উল্লেখ করেছেন প্রসিদ্ধ কৃষ্ণর নাম।
পারথে দুই ইনিংস মিলিয়ে ৪ উইকেট নিয়েছিলেন কেকেআরের হয়ে গত আইপিএলে দুর্দান্ত পারফর্ম করা রানা। মূলত গৌতম গম্ভীরের পছন্দের তালিকায় সবার আগে ছিলেন এই তরুণ পেসার। কেকেআরের মেন্টর থাকার সময় গম্ভীর খুব কাছ থেকে দেখেছেন রানাকে। তাই ভারতীয় দলে তাঁর অন্তর্ভুক্তি অনেক সহজ হয়েছে বলেই মনে করেন অনেকে। পারথে যদিও টিম ম্যানেজমেন্টের আস্থা অর্জন করতে পেরেছিলেন। কিন্তু অ্য়াডিলেড টেস্টে প্রথম ইনিংসে ১৬ ওভার বল করে ৮৬ রান খরচ করলেও কোনও উইকেট পাননি ডানহাতি পেসার। এমনকী মার্নাস লাবুশেন তো এক ওভারে রানাকে ১৭ রান দেন। ট্রাভিস হেডও রানার বলে চালিয়ে খেলেছিলেন। ভাজ্জি বলছেন, ''আমার মনে রানাকে তৃতীয় টেস্টে বসানো উচিৎ। রিজার্ভ বেঞ্চে প্রসিদ্ধ কৃষ্ণর মত বোলার রয়েছে। ও দুর্দান্ত বোলার। কিন্তু ওকে বসে থাকতে হচ্ছে। ওর হর্ষিতের বদলি হিসেবে তৃতীয় টেস্টে সুযোগ পাওয়া উচিৎ।''
যদিও ম্য়াচের পর রোহিত শর্মার রানার সমর্থনেই মুখ খুলেছিলেন। ভারত অধিনায়ক জানিয়েছিলেন, ''হর্ষিত নতুন এই দলে। এই বোলিং লাইন আপেও। মাত্র দুটো ম্য়াচ খেলানোর পর বসিয়ে দেওয়া কখনওই উচিৎ নয়। ওকে একটু সময় দিতেই হবে। তাছাড়া ও এখনও অনভিজ্ঞ। আর সেই সুযোগটাই কাজে লাগিয়েছে অজি ব্যাটাররা।''
উল্লেখ্য, পারথে একই সঙ্গে অভিষেক হয়েছিল নীতিশ রেড্ডি ও হর্ষিত রানার। দুজনেই অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধেও ভাল পারফর্ম করেছিলেন। ভারতীয় অধিনায়ক দ্বিতীয় টেস্টের আগে সাংবাদিক সম্মেলনে বলেছিলেন, 'ওদের দুজনের পারফরম্যান্স দেখতে বেশ ভালই লেগেছে। আমি ব্যক্তিগতভাবে ওদের বিষয়ে খালি শুনেইছিলাম এবং কয়েকটা আইপিএল ম্যাচে ওদের খেলতে দেখেছি। বিশেষ করে নীতীশের খেলা দেখেছিলাম টি-টোয়েন্টিতে। নিঃসন্দেহে ওরা দারুণ প্রতিভাবান। পারথে তো দেখে মনেই হচ্ছিল না যে ওরা নিজেদের প্রথম টেস্ট ম্যাচে খেলছে। একদম প্রথম থেকেই ওরা ম্যাচে ছিল। ওদের শারীরিক ভাষাও দারুণ ছিল। বড় সিরিজ়গুলিতে এমন ধরনের খেলোয়াড়দেরই তো দলে চাই। কেরিয়ারটা দারুণভাবে শুরু করেছে। আমি আশা করব যে দলের হয়ে যতদিন সম্ভব ওরা যেন খেলতে পারে এবং এমনভাবে পারফর্ম করে।'