কলকাতা: অশান্ত বাংলাদেশে লাগাতার হিন্দু নির্যাতন চলছে। সেই আবহে শহিদ বুদ্ধিজীবী দিবসে ফের সরব হয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার বিএনপি নেতার আক্রমণের মুখে পড়লেন তিনি।   


কূটনৈতিক রীতিনীতির তোয়াক্কা না করেই বেনজির আক্রমণ করলেন BNP-র কেন্দ্রীয় নেতা ও আইনজীবী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, এমনটাই খবর বাংলাদেশের সংবাদপত্র ‘যুগান্তর‘ সূত্রে। তিনি বলেছেন, 'দরদ বেশি হলে হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী বানান। পতিত স্বৈরাচারী শেখ হাসিনার জন্য প্রতিবেশী রাষ্ট্রের প্রধানমন্ত্রী নরেদ্র মোদির অনেক দরদ। একজন গণহত্যাকারী স্বৈরশাসকের জন্য মোদির এত দরদ থাকলে, তাকে ভারতের কোনও প্রদেশের মুখ্যমন্ত্রী বানিয়ে দিক। তাতে আর কিছু না হোক, দিনের ভোট কীভাবে রাতে করতে হয়, ভোটার ছাড়াই কীভাবে নির্বাচন করে জিততে হয় শেখ হাসিনা সে সব মোদিকে শিখিয়ে দিতে পারবেন।' 



প্রতিবেদনে উল্লেখ, নাটোরে এক জনসভায় প্রাক্তন মন্ত্রী দুলু এও বলেন, শেখ হাসিনা ও তার দলের নেতারা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। সেই সুযোগ নিয়ে ভারত সরকার ও সেখানকার উগ্রবাদীরা বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে সব ধর্মের মানুষের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে। 


এদিকে, ফের রাজনীতির ময়দানে শেখ হাসিনা? বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর বিবৃতি এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন ছেলে সজীব ওয়াজেদ। যারা অবৈধভাবে ক্ষমতা দখল করে সাধারণ মানুষের ওপর অমানবিক নিপীড়ন-নির্যাতন চালাচ্ছে, তাদের দাঁতভাঙা জবাব দেওয়ার ডাক দিয়েছেন শেখ হাসিনা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী বিবৃতিতে বলেছেন, ১৪ ডিসেম্বর বাংলাদেশের শহিদ বুদ্ধিজীবী দিবস। জাতির সঙ্কটময় মুহূর্তে এ বছর দিনটি পালিত হচ্ছে। স্বাধীনতা বিরোধী ও বুদ্ধিজীবী নিধনকারী দোসররা দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচিত আওয়ামি লিগ সরকারকে হঠিয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করে সাধারণ মানুষের ওপর অমানবিক নিপীড়ন-নির্যাতন চালাচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনাকে এরা জলাঞ্জলি দিয়েছে। প্রিয় দেশকে জঙ্গিদের উর্বর লীলাভূমিতে পরিণত করেছে। এদের দাঁতভাঙা জবাব দেওয়ার জন্য মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। ছেলে সজীব ওয়াজেদের এক্স হ্যান্ডলে পোস্ট করা হয়েছে হাসিনার এই বিবৃতি। 


অন্যদিকে, ফের ঘরের মধ্যেই তীব্র সমালোচনার মুখে বাংলাদেশের ইউনূস সরকার। বর্তমান সরকারে থাকা ব্যক্তিরা ভাল মানুষ হলেও কাজের মানুষ নন বলে কটাক্ষ সেদেশের নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার। এক চোরের দল বিদায়ের সঙ্গে সঙ্গে আরেক দল লুটপাট ও দখলদারির রাজনীতি শুরু করেছে বলেও আক্রমণ তাঁর। 


 


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে