কলকাতা: দেশ ছাড়লেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা দিয়েছেন শেখ হাসিনা, বাংলাদেশের দৈনিক প্রথম আলো সূত্রে খবর। শেখ হাসিনার সঙ্গে রয়েছেন তাঁর বোন শেখ রেহানা। স্থানীয় সময় বিকেল তিনটেয় জাতির উদ্দেশে ভাষণ দেবেন বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান স্থানীয় সময় বিকেল চারটেয় বাংলাদেশের ক্ষমতা দখল করতে পারে সেনাবাহিনী, খবর সূত্রের স্থানীয় সময় দুপুর আড়াইটেয় নিজের বাসভবন থেকে সামরিক হেলিকপ্টারে রওনা দিয়েছেন শেখ হাসিনা। বাংলাদেশে মৃতের সংখ্যা ৩০০ ছাড়াল। বিমানে দিল্লিতে যাচ্ছেন শেখ হাসিনা, এমনটাই মনে করা হচ্ছে। আবার মনে করা হচ্ছে, দিল্লিতে নামার পরে তিনি আবার লন্ডন চলে যেতে পারেন।   


বাংলাদেশের রাস্তা সেনাবাহিনীর দখলে। প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে পড়েছেন বিক্ষোভকারীরা। গোটা গণভবন জনতার দখলে। বাংলাদেশের সবচেয়ে সুরক্ষিত ভবন আন্দোলনকারীদের দখলে। বঙ্গবন্ধু মুজিবর রহমানের মূর্তি ভাঙছেন বিক্ষোভকারীরা। তুমুল অশান্ত গোটা বাংলাদেশ। গোটা পরিস্থিতি এমন অবস্থায় দাঁড়াচ্ছে যে বিষয়টি আরও অবনতির দিকে যাচ্ছে। ধানমন্ডিতে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা। বন্ধ করে দেওয়া হল বাংলাদেশের মোবাইল পরিষেবা
বাংলাদেশের রাস্তা সেনাবাহিনীর দখলে। পুলিশের পরিবর্তে নিরাপত্তার দায়িত্ব নিয়ে নিয়েছে সেনাবাহিনী। রাস্তায় নেমে পড়েছে সাঁজোয়া গাড়ি।


 


 






বিকেল পাঁচটা নাগাদ দিল্লি পৌঁছতে পারে শেখ হাসিনার বিমান। সূত্রের খবর,  দিল্লি থেকে লন্ডন যেতে পারেন শেখ হাসিনা। দিল্লিকে সেফ প্যাসেজ হিসেবে ব্যবহার করতে পারেন শেখ হাসিনা, খবর সূত্রের।


 






আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: 'প্রতিটা হত্যার, অন্যায়ের বিচার হবে', বাংলাদেশের রাশ হাতে নিয়ে মন্তব্য সেনাপ্রধানের