কলকাতা: বাংলাদেশে গঠন (Bangladesh Protest) করা হবে অন্তর্বর্তীকালীন সরকার, জানালেন বাংলাদেশের সেনাপ্রধান। শান্তি ফেরানোর পক্ষে সওয়াল তাঁর। 'আমি সব কিছুর দায়িত্ব নিচ্ছিল, আমাদের সাহায্য করুন', বললেন বাংলাদেশের সেনাপ্রধান। (Bangladesh Military Rule)
তিনি বলেন, 'সব হত্যা অন্যায়ের বিচার হবে। সংঘাতের মাধ্যমে আমরা আর কিছু পাব না। আপনারা সংঘর্ষ থেকে বিরত হন। আমরা সব প্রধান দলের নেতাদের সঙ্গে কথা বলেছি। তাঁদের সঙ্গে আমরা আলোচনা করেছি।'
বিএনপি, জামাত ও জাতীয় দলের তরফ থেকে নেতারা ছিলেন এদিনের মিটিংয়ে। আওয়ামি লীগের কেউ ছিলেন না, জানিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ জামান। ৪৮ ঘণ্টার মধ্যে বাংলাদেশে সেনা অন্তর্বর্তী সরকার গঠন করবে বলে জানিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান।
তিনি বলেন, 'প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, 'অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে আমরা দেশ পরিচালনা করব। সবাই শান্তি-শৃঙ্খলার পথে ফিরে আসুন। আমি দায়িত্ব নিচ্ছি, আপনারা আমাকে সাহায্য করুন। জামাত, বিএনপি, জাতীয় পার্টি এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ ছিলেন। ছাত্রদেরও বার্তা দেওয়া হয়েছে। আওয়ামি লিগের কেউ ছিলেন না। জরুরি অবস্থা, কার্ফুর কোনও প্রয়োজন নেই। সেনাকে আদেশ দিয়েছি, গোলাগুলির কোনও প্রয়োজন নেই। মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আজই কথা বলে সমাধানে পৌঁছাব। ছাত্রদের এখন শান্ত হয়ে আমাদের সাহায্য করতে হবে। আসিফ নজরুল ছাত্রদের কাছে ভিডিও বার্তা পাঠিয়েছেন।'
আরও পড়ন: পদত্যাগ করে দেশ ছাড়লেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সঙ্গে রয়েছেন বোন