ঢাকা : বাংলাদেশে অবিরাম সন্ত্রাস চলছে। ফের ঠাকুরগাঁয়ে আক্রান্ত হিন্দু । চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির প্রতিবাদ করায় রাস্তায় ফেলে মার ! বাংলাদেশের রাস্তায় কট্টরপন্থীদের তাণ্ডব, সুশীল আচার্যকে মারধর করা হয়। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি আক্রান্ত হিন্দু যুবক। এদিকে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে আরও মামলা দায়ের করা হয়েছে। ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালতের সামনে সংঘর্ষে আহত হন আদালতের এক কর্মী। আহত আদালত কর্মীর অভিযোগের ভিত্তিতে আরও একটি মামলা শুরু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের বিরুদ্ধে। এনিয়ে মামলা দায়ের করল বাংলাদেশ পুলিশ।


এদিকে একমাস পিছিয়ে গেছে ইসকনের সন্ন্যাসীর জামিন-মামলার শুনানি। সূত্রের খবর, আগামী বছরের ২ জানুয়ারি চিন্ময়কৃষ্ণর জামিন-মামলার শুনানি হতে পারে। সন্ত্রাসের ভয়ে কোনও আইনজীবী লড়তে পারলেন না চিন্ময়কৃষ্ণর হয়ে। গতকাল চিন্ময়কৃষ্ণর আইনজীবী রমেন রায়ের ওপর হামলা চালানো হয়। বাড়ি ভাঙচুর করা হয় আইনজীবীর। গুরুতর জখম ওই আইনজীবী ICU-তে ভর্তি রয়েছেন। এদিন চিন্ময়কৃষ্ণর হয়ে লড়ার জন্য বাকি ৫০ জন আইনজীবীর কেউই হাজির ছিলেন না চট্টগ্রাম আদালতে। সূত্রের খবর, আতঙ্কে আত্মগোপন করেছেন চিন্ময়কৃষ্ণর আইনজীবীরা। রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেফতারির পর সন্ন্যাসীর জামিন আটকাতে মরিয়া বাংলাদেশ সরকার। এর আগে চিন্ময়কৃষ্ণর আইনজীবীদের বিরুদ্ধে বিস্ফোরক আইন-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে বাংলাদেশ পুলিশ।


মঙ্গলবার সকাল থেকেই চট্টগ্রাম আদালতের বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন, মুসলিম আইনজীবীরা। তাঁদের দাবি, খুনের মামলায় অভিযুক্ত করতে হবে সন্ন্য়াসী চিন্ময় কৃষ্ণ দাসকে ! এই পরিস্থিতিতে শেষ অবধি চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীদের অনুপস্থিতিতে বাংলাদেশ সরকার পক্ষ থেকে আদালতে সময় চাওয়া হয়। এক মাস সময় মঞ্জুর করে আদালত। অর্থাৎ আরও এক মাস বিনা বিচারে জেলে থাকতে হবে চিন্ময় কৃষ্ণকে। একজন সন্ন্য়াসীর সঙ্গে যখন বাংলাদেশের ইউনূস সরকার এই অমানবিক আচরণ করছে, তখন কী করছে মোদি সরকার ? এই প্রশ্ন তুলে কেন্দ্রের ওপর চাপ তৈরি করতে চাইছেন সাধু সন্তরা !


বাংলাদেশের বুকে মঙ্গলবার মানবাধিকার ও গণতন্ত্রের এই চরম লজ্জার দিনেও, বিন্দুমাত্র কুণঠাবোধ না করে, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী দাবি করেন, শুনানিতে অংশ নিতে কোনও আইনজীবীকে ভয় দেখানো কিংবা হুমকি দেওয়ার কোনও তথ্য আমাদের কাছে নেই।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে