আগরতলা : হিন্দুদের উপর লাগাতার হামলা চলছে। কার্যত আতঙ্কে দিন কাটাচ্ছেন সংখ্যালঘুরা। এমনকী সন্ন্যাসীর হয়ে দাঁড়ানো একের পর এক আইনজীবীর উপরও হামলার ঘটনা ঘটেছে ! একদিকে পুলিশের মামলা, আরেকদিকে মৌলবাদীদের হামলা ! জামিন-শুনানিতে দাঁড়াতেই পারলেন না সন্ন্যাসীর ৫১জন আইনজীবী ! এরকম একটা আতঙ্কের পরিবেশে বিবৃতি জারি করা ছাড়া, এখনও পর্যন্ত নিষ্ক্রিয়ই থেকেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। কিন্তু, সেই ঘটনার পাল্টা প্রতিবাদের মুখে 'সক্রিয়' হয়ে উঠল বাংলাদেশ ! ত্রিপুরায় ডেপুটি হাই কমিশনের কাজই বন্ধ করল বাংলাদেশ সরকার ! নিরাপত্তার অভাবের কারণ দেখিয়ে আগরতলায় অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন 'বন্ধ'! যদিও অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনে বিক্ষোভের ঘটনায় ইতিমধ্যেই ৭ আন্দোলনকারী গ্রেফতার করা হয়েছে এবং ৩ পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে। বিক্ষোভকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া সত্ত্বেও, হঠাৎ অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন 'বন্ধ' করে দিল বাংলাদেশ।


 






চাপানউতোরের মধ্যেই এদিন ভারতীয় হাই কমিশনারকে (Indian High Commissioner) তলব করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ! সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে আইনি অধিকার না দিতে পারার ব্যর্থতা ঢাকতেই কি এই কৌশল নেওয়া হয়েছে বাংলাদেশের তরফে ? উঠছে সেই প্রশ্ন। তলব করা হয় ভারতীয় হাই কমিশনারকে। আগরতলায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনে বিক্ষোভ নিয়ে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে ডেকে পাঠানো হয়। বিকাল ৪টের আগেই ঢাকায় বিদেশ মন্ত্রকের কার্যালয়ে পৌঁছে যান ভারতীয় হাই কমিশনার। কার্যকরী বিদেশ সচিব এম রিয়াজ হামিদুল্লাহর অফিসে তাঁকে ডেকে পাঠানো হয়।


বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর লাগাতার অত্যাচার চলছে। আতঙ্কের পরিবেশ। বেছে বেছে হিন্দুদের ওপর হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে পাল্টা আগরতলায় অবস্থিত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনে বিক্ষোভ দেখানো হয়। শনিবার ঢাকা হয়ে আগরতলা-কলকাতাগামী একটি বাস হামলার শিকার হওয়ার পরই এই ঘটনা।


এদিকে এই আবহে একমাস পিছিয়ে গেছে ইসকনের সন্ন্যাসীর জামিন-মামলার শুনানি। সূত্রের খবর, আগামী বছরের ২ জানুয়ারি চিন্ময়কৃষ্ণর জামিন-মামলার শুনানি হতে পারে। সন্ত্রাসের ভয়ে কোনও আইনজীবী লড়তে পারলেন না চিন্ময়কৃষ্ণর হয়ে। গতকাল চিন্ময়কৃষ্ণর আইনজীবী রমেন রায়ের ওপর হামলা চালানো হয়। বাড়ি ভাঙচুর করা হয় আইনজীবীর। গুরুতর জখম অবস্থায় ওই আইনজীবী ICU-তে ভর্তি রয়েছেন।


এদিন চিন্ময় কৃষ্ণর হয়ে লড়ার জন্য বাকি ৫০ জন আইনজীবীর কেউই হাজির ছিলেন না চট্টগ্রাম আদালতে। Bangladesh News