কলকাতা: বাংলাদেশে ভয়াবহ হিংসার (Bangladesh Unrest) ছবি। এবার প্রাণ গেল একাধিক পুলিশকর্মীর। একাধিক সংবাদ মাধ্যম সূত্রের খবর, বাংলাদেশে একটি থানায় ঢুকে অন্তত ১৩ পুলিশকর্মীকে খুন করার অভিযোগ উঠেছে আন্দোলনকারীদের বিরুদ্ধে। বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রের খবর, সিরাজগঞ্জের এনায়েৎপুর থানায় ওই ঘটনা ঘটেছে।


the daily star- এর প্রতিবেদন অনুযায়ী, সিরাজগঞ্জ পুলিশের অ্যাডিশনাল সুপারিন্টেডেন্ট মহম্মদ হান্নান মিঁয়া জানিয়েছেন, কিছু উত্তেজিত জনতা থানায় হামলা চালায়। সেই সময় পরিস্থিতি সামলাতে পুলিশ গুলি চালায় এবং টিয়ার গ্যাস ছোঁড়ে। তারপর বিষয়টি মিটে গেলেও পরে থানায় ফের হামলা চালানো হয়। পুলিশ সূত্রে জানানো হয়েছে ১৩ জন পুলিশকর্মীর দেহ কাছাকাছি বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে ওই থানার অফিসার-ইন-চার্জ রয়েছেন। চার জন সাব ইন্সপেক্টর, ১ জন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, সাত কনস্টেবলের দেহ উদ্ধার হয়েছে। আর কতজন পুলিশকর্মী ছিলেন সেটা খোঁজা হচ্ছে। উত্তেজিত জনতার একাংশ থানায় আগুন জ্বালিয়ে দেন বলে অভিযোগ। পরে সন্ধেয় সেনাকে সঙ্গে নিয়ে থানা পুনর্দখল করে পুলিশ। ওই ঘটনায় একাধিক পুলিশকর্মী জখম হয়ে হাসপাতালে ভর্তি।


এই ঘটনা ছাড়াও কুমিল্লার এলিয়টগঞ্জ হাইওয়ে থানায় এক পুলিশকর্মী খুন হয়েছে। সেখানেও না কি থানায় হামলা চালানো হয়েছিল। সিরাজগঞ্জের হাতিকুমরুল হাইওয়ে থানায় হামলা চালিয়ে অস্ত্র লুট হয়েছে বলে অভিযোগ। জ্বালিয়ে দেওয়া হয়েছে থানা। নেত্রকোনা থেকেও এমন ঘটনার খবর মিলেছে। পুলিশের জন্য অস্ত্র নিয়ে যাওয়া ভ্যানে হামলা করে লুট হয়েছে বলে অভিযোগ। The Daily Star-এর প্রতিবেদন সূত্রের খবর, সারা বাংলাদেশে অন্তত চারটি এসপি অফিস, ২০টি থানা. ২টি পুলিশ আউটপোস্ট, এবং একটি রেঞ্জ অফিসে হামলা হয়েছে। নারায়ণগঞ্জ, বগুড়া, পাবনা এবং সিরাজগঞ্জের এসপি অফিসে হামলা চলেছে বলে অভিযোগ।  


বারবার এমন ভাবে পুলিশের ওপর (Attack on Police) হামলা এবং পুলিশকর্মীকে খুন করার ঘটনা সাম্প্রতিক ইতিহাসে বাংলাদেশে দেখা যায়নি বলে বিভিন্ন মাধ্যমে দাবি উঠেছে। আবার এই আন্দোলনেই বহু পড়ুয়া এবং সাধারণ মানুষের প্রাণ গিয়েছে। আন্দোলনকারীদের একাংশের অভিযোগ, কড়া দমননীতি দিয়ে আন্দোলন স্তব্ধ করতে গিয়ে বহু মৃত্যু ঘটেছে বাংলাদেশে (Bangladesh Student Protest)।



আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: জ্বলছে বাংলাদেশ! একদিনেই মৃত্যু ১০০ ছুঁইছুঁই, কী নির্দেশিকা জারি ভারতের?