নয়াদিল্লি: সেনাপ্রধানের আশ্বাসের পরেও হিংসার আগুনে জ্বলছে বাংলাদেশ। লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। যশোরে আওয়ামি লিগ নেতার হোটেলে আগুন। জীবন্ত দগ্ধ হয়ে একাধিক বিদেশি সহ ২৪ জনের মৃত্যু হয়েছে। একের পর এক থানায় আগুন, ভাঙচুরের ঘটনা প্রকাশ্যে এসেছে। একদিনের সংঘর্ষেই অন্তত ১৫০ জনের মৃত্যু হয়েছে বলে খবর।
রাঙামাটিতে আওয়ামি লিগের কার্যালয় ভাঙচুর
অশান্ত বাংলাদেশে শাসন দখল করল সেনা। রাতভর অশান্তি, সংঘর্ষের খবর। শুধু সোমবারই বাংলাদেশে নিহতের সংখ্যা ১৩৫ ! রাতে শেরপুর জেলে হামলা জনতার, জেল ভেঙে উধাও ৫০০ বন্দি। উধাও হওয়া বন্দিদের মধ্যে থাকতে পারে কয়েকজন আনসারুল বাংলা জঙ্গি। চট্টগ্রামের ৬টি থানায় আগুন, লুঠপাট। চট্টগ্রাম, খাগড়াছড়ি,রাঙামাটিতে আওয়ামি লিগের কার্যালয় ভাঙচুর, খবর সংবাদপত্র প্রথম আলোয়।
'শেষ সময়েও বলপ্রয়োগ করে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন শেখ হাসিনা'
ফেনি, লক্ষ্মীপুরে আওয়ামি লিগ নেতাদের বাসভবন ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, খবর সংবাদপত্র প্রথম আলোয়। 'জনরোষের মুখে পরিবারের সদস্যদের নিয়ে শেখ হাসিনার দেশ ছাড়াকে মানতে পারছেন না আওয়ামি লিগের নেতা-মন্ত্রীরা', শেষ সময়েও বলপ্রয়োগ করে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন শেখ হাসিনা, খবর সংবাদপত্র প্রথম আলোয়। কী হয়েছিল বাংলাদেশে, তা জানতে রাষ্ট্রসঙ্ঘ পরিচালিত তদন্তের আবেদন ব্রিটেনের।
বিক্ষোভ দেখায় পড়ুয়ারা
বাংলাদেশের কোটা-বিরোধী ছাত্র আন্দোলনে পড়ুয়াদের ওপর হামলার প্রতিবাদে রাজপথে নামে আলিয়া বিশ্ববিদ্য়ালয়ের পড়ুয়ারা। আলিয়া বিশ্ববিদ্য়ালয়ের পার্কসার্কাস ক্য়াম্পাস থেকে মিছিল করে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের উদ্দেশে যায় তাঁরা। রাস্তায় পার্কসার্কাস ৭ পয়েন্টের কাছে তাদের মিছিল আটকে দেয় পুলিশ। পুলিশি বাধার মুখে পড়ে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের তথ্য়কেন্দ্র ও গ্রন্থাগারের সামনে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। এরপর তাদের এক প্রতিনিধি দল বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে স্মারক লিপি জমা দেয়।
আরও পড়ুন, বাংলাদেশ থেকে ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে ফিরছেন দেশে, খুলল পেট্রাপোল ও বেনাপোল বন্দরের গেট..
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।