করুণাময় সিংহ, মালদা: বেহাল রাস্তা। রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া। প্রতিবাদে ধানের চারা রোপন করে বিক্ষোভ স্থানীয়দের।তিন কিলোমিটার মাটির রাস্তা বর্ষাকালে চলাচলের অযোগ্য।কর্দমাক্ত জলাভূমি আকার নিচ্ছে রাস্তা।যে রাস্তা দিয়ে পায়ে হেঁটে চলাচল করো হচ্ছে দায়। খাটিয়াতে করে নিয়ে যাওয়া হচ্ছে রোগীকে। কারণ অ্যাম্বুলেন্স ঢোকার কোনও উপায় নেই।এদিকে রাস্তার এই বেহাল দশা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলকে তীব্র আক্রমণ করেছে বিরোধীরা। আর পাকা রাস্তার দাবিতে কর্দমাক্ত রাস্তায় ধানের চারা রোপন করে অভিনব বিক্ষোভ এলাকাবাসীর।


স্বাধীনতার ৭৭ বছর পরেও মালদার হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের মালিওর ২ গ্রাম পঞ্চায়েতের কাতলামারি গ্রামে তিন কিলোমিটার কাঁচা রাস্তা আজও পাঁকা হল না।বর্ষায় কর্দমাক্ত পথ দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে পারাপার করতে হয় আট থেকে আশি সকলকে।গ্রামের মধ্যে অ্যাম্বুলেন্স ঢোকে না।অসুস্থ রোগীকে খাটিয়াতে করে হাসপাতালে নিয়ে যেতে হয়।।স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকদের একাধিকবার জানিয়েও হয়নি কোনো কাজ।প্রশাসনিক উদাসিনতার জন্য এই অবস্থা বলে অভিযোগ স্থানীয়দের।তাই কাঁচা রাস্তা পাঁকা করার দাবিতে সোমবার সকালে রাস্তায় ধান চারা রোপণ করে বিক্ষোভ দেখালেন কাতলামারি গ্রামের বাসিন্দারা।খুব শীঘ্রই রাস্তা মেরামতের কাজে শুরু হবে আশ্বাস দিলেন পঞ্চায়েতের উপপ্রধান।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে,কাতলামারি গ্রাম থেকে ট্যাংঠা ঘাট পর্যন্ত প্রায় তিন কিলোমিটার কাঁচা রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে।এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন।বর্ষাকালে প্রতিবছর এই মাটির রাস্তা বেহাল হয়ে যায়।সাইকেল যাওয়া তো দূরের কথা পায়ে হেঁটে যাওয়ারও পরিস্থিতি এখন নেই।মাটির রাস্তা পিছল হয়ে যাওয়া প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটে।এই কাঁচা রাস্তা পাকা করার জন্য দীর্ঘ ৩০ বছর ধরে তাঁরা দাবি জানিয়ে আসছেন।নেতারা ভোট এলেই পাকা রাস্তা করার আশ্বাস দেন।ভোট মিটে গেলেই রাস্তার কোন পরিবর্তন হয় না।গত পঞ্চায়েত নির্বাচনের সময় নেতাদের কাছে এই রাস্তা মেরামতের দাবি জানানো হয়েছিল।আশ্বাসও মিলেছিল।কিন্তু আজ পর্যন্ত সেই রাস্তার কোন পরিবর্তন হয়নি।তাই কাচা রাস্তা পাঁকা করার দাবিতে এলাকার মানুষ রাস্তায় ধান গাছ লাগিয়ে বিক্ষোভ দেখালেন।


আরও পড়ুন, হাসিনার প্রস্থানে চিনের থাবায় চলে আসবে কি বাংলাদেশও? ভারতের জন্য কতটা চিন্তার ?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।