Bangladesh Protest Live Blog: জেলবন্দি খালেদা জিয়ার মুক্তি, জাতীয় সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া
Bangladesh News LIVE Updates: দেশ ছাড়ার আগে নিজের ভাষণ রেকর্ড করাতে চাইলেও সুযোগ পাননি শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর বাসভবন দখল করে নিল জনতা
বঙ্গভবনে তিন বাহিনীর প্রধানদের উপস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সিদ্ধান্ত মেনে জাতীয় সংসদ ভেঙে দিয়ে যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে, এমনটাই জানান হয়েছে, আর বর্তমানে যে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটি স্বাভাবিক করতে সেনাবাহিনী পদক্ষেপ নেবে, জানান হয়েছে, খবর বাংলাদেশের সংবাদমাধ্যমের।
চাঁদপুরে অভিনেতা ছেলে-সহ দেবের সিনেমার সহ প্রয়োজককে পিটিয়ে খুন। চাঁদপুরে দেবের সিনেমার সহ প্রযোজক সেলিম খানকে পিটিয়ে খুন। চাঁদপুরে প্রযোজক সেলিম খান ও ছেলে অভিনেতা শান্ত খানকে খুন
ছাত্র আন্দোলনে অশান্ত বাংলাদেশ, সংঘর্ষে মৃত্যু ৩০০ পার। যশোরে আওয়ামি লিগের নেতার হোটেলে ৯জনকে পুড়িয়ে খুন । চাঁদপুরে অভিনেতা ছেলে-সহ দেবের সিনেমার সহ প্রয়োজককে পিটিয়ে খুন
শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে, দেশ ছাড়ার পরই, মুক্তি পেতে চলেছেন তাঁর কট্টর বিরোধী খালেদা জিয়া। ২০১৮ সালে একটি দুর্নীতির মামলায় তাঁর ১৭ বছরের কারাদণ্ড হয়। বর্তমানে তিনি হাসপাতালে নজরবন্দি ছিলেন। এবার BNP-র নেত্রীকে অবিলম্বে মুক্তির নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি।
চলতি অশান্তির জেরে এবং শেখ হাসিনা সরকারের পতনের পর, কি আরও একবার বিপদের মুখে বাংলাদেশের সংখ্য়ালঘুরা? পরিসংখ্যান বলছে, শেষ ২০১১ সালের জনগণনা অনুযায়ী, বাংলাদেশে হিন্দুদের সংখ্যা কমে দাঁড়িয়েছে আট শতাংশে। এছাড়াও বিএনপি আমলে বারবার সংখ্যালঘুদের ওপর অত্যাচারের অভিযোগ সামনে এসেছে। এই প্রেক্ষিতে ওপার বাংলার পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে ভারত।
অশান্তি জারি বাংলাদেশে। এই পরিস্থিতিতে বাংলাদেশ-পশ্চিমবঙ্গ সীমান্তে জারি চরম সতর্কতা। পড়শি দেশের সঙ্গে বন্ধ বিমান-ট্রেন পরিষেবা, বন্ধ সীমান্ত। বাড়তি নজরদারি।
দেশ ছাড়লেন হাসিনা, জেলবন্দি খালেদা জিয়ার মুক্তির নির্দেশ। বিএনপি নেত্রী খালেদা জিয়ার মুক্তির নির্দেশ বাংলাদেশের প্রেসিডেন্টের। দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার হয়েছিলেন খালেদা জিয়া। কাল থেকেই বাংলাদেশে খুলছে স্কুল-কলেজ-অফিস।
অশান্ত বাংলাদেশ। দেশ ছেড়ে ভারতে শেখ হাসিনা। এই প্রেক্ষাপটে বাংলাদেশের রাষ্ট্রপতি কারাবন্দী নেত্রী তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রধান খালেদা জিয়ার মুক্তির নির্দেশ দিয়েছেন। এমনটাই খবর সংবাদসংস্থা এএফপি সূত্রে।
দেশ ছাড়লেন শেখ হাসিনা, প্রধানমন্ত্রীর বাসভবনের দখল নিল জনতা। জেসিবি দিয়ে ভাঙা হল বঙ্গবন্ধুর মূর্তি
অশান্ত বাংলাদেশ। ভারতে এলেন শেখ হাসিনা। পড়শি রাজ্যের পরিস্থিতি নিয়ে বৈঠকে বসলেন নরেন্দ্র মোদি। দেশের সুরক্ষা নিয়ে এই বৈঠকে বসেছেন রাজনাথ সিংহ, অমিত শাহও।
ভারতেই শেখ হাসিনা, সরানো হল 'সুরক্ষিত স্থানে', দেওয়া হল বাড়তি নিরাপত্তা। সংবাদসংস্থা এএনআই সূত্রের খবর, অজিত দোভালের সঙ্গে সাক্ষাতের পরই হাসিনার নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। তাঁর নিরাপত্তার বিষয়টিও বাড়তি সতর্কতার সঙ্গে দেখভাল করা হচ্ছে বলে খবর।
এখনও অশান্ত বাংলাদেশ, এরই মধ্যে সীমান্তে চরম সতর্কতা। মেঘালয় সীমান্তে জারি নাইট কার্ফু।
বাংলাদেশ-পরিস্থিতি নিয়ে জানাতে প্রধানমন্ত্রীর কাছে বিদেশমন্ত্রী। বিদেশমন্ত্রীর জয়শঙ্করের সঙ্গে দেখা করলেন রাহুল গান্ধী
বাংলাদেশে সংঘর্ষে মৃত্যু ৩০০ পার, ইস্তফা দিয়ে দেশ ছাড়লেন হাসিনা। ঢাকায় সংঘর্ষ, শুধু আজকেই ২০জনের মৃত্যু। বাংলাদেশের সংসদ ভবন, প্রধানমন্ত্রীর বাসভবন, সংবাদমাধ্যমের অফিসেও হামলা। ঢাকায় ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে ভাঙচুর
বাংলাদেশ ছেড়ে ভারতে হাসিনা, দেখা করতে গেলেন ডোভাল। গাজিয়াবাদে হাসিনার সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ
এখনও জ্বলছে বাংলাদেশ, এবার ঢাকায় ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে ভাঙচুর
সংসদ ভবনে জনতার স্রোত, সংসদ ভবনের ভেতর থেকে জিনিসপত্র লুটপাঠ।
ওপারে অশান্তি, উদ্বেগ এপারেও। কেন্দ্র যেভাবে বলবে, সেভাবেই চলব, জানালেন মমতা। কেউ এমন কিছু বলবেন না যাতে শান্তি বিঘ্নিত হয় বলে বার্তা বিরোধীদের।
আর নয় গুলি, বাংলাদেশের দখল নিয়েই বার্তা সেনাবাহিনীর। শাসক দলকে বাদ দিয়েই সর্বদল বৈঠক। ৪৮ ঘণ্টায় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা।
গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসে হাসিনার বিমানের অবতরণ। কিছুদিন ভারতে থাকবেন শেখ হাসিনা, সূত্রের খবর। ভারতে রাজনৈতিক আশ্রয় চাননি শেখ হাসিনা: সূত্র। রাজনৈতিক আশ্রয়ের হাসিনার আবেদন খারিজ ব্রিটিশ সরকারের, সূত্রের খবর এমনটাই
গাজিয়াবাদে পৌঁছলেন শেখ হাসিনা। হিন্ডন এয়ারবেসে হাসিনার বিমানের অবতরণ। 'কিছুক্ষণের জন্য ভারতে থাকবেন শেখ হাসিনা। ভারতে রাজনৈতিক আশ্রয় চাননি শেখ হাসিনা', এমনই খবর সূত্রের।
শেখ হাসিনা দেশ ছাড়তেই বাংলাদেশে উল্লাস। প্রধানমন্ত্রীর বাসভবন দখল নিল বিক্ষোভকারীরা। ঢাকায় বঙ্গবন্ধুর মূর্তিতে হাতুড়ির ঘা। স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাড়িতে আগুন।
এবার দিল্লি হয়ে লন্ডনের পথে পাড়ি? বাংলাদেশ ছেড়ে ব্রিটেনেই যেতে পারেন হাসিনা, এমনটাই খবর সূত্রের।
সেনার দখলে অশান্ত বাংলাদেশ, দেশ ছাড়লেন শেখ হাসিনা। রাত ১১টা পর্যন্ত ঢাকা বিমানবন্দরে সমস্ত উড়ান বন্ধ, ভারত-বাংলাদেশের সমস্ত ট্রেন বাতিল
রাস্তায় লক্ষ লক্ষ মানুষ, আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব উড়ান বাতিল।
অশান্ত বাংলাদেশ। সেনা শাসন শুরু হলেও এখনও দিকে দিকে অশান্তি। এই পরিস্থিতিতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বাড়িয়ে দেওয়া হল সুরক্ষা ।
বাংলাদেশে উঠল কার্ফু, ফের চালু ইন্টারনেট-ব্রডব্যান্ড। 'জরুরি অবস্থা, কার্ফুর কোনও প্রয়োজন নেই। সেনাকে আদেশ দিয়েছি, গোলাগুলির কোনও প্রয়োজন নেই', সমস্ত হত্যার বিচার হবে, আস্থা রাখুন: বাংলাদেশের সেনাপ্রধান
বাংলাদেশের শাসন সেনার হাতে, ৪৮ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার। রাজনৈতিক ক্রান্তিকাল চলছে: বাংলাদেশের সেনাপ্রধান। শান্তি ফেরানোর আবেদন বাংলাদেশের সেনাপ্রধানের।
প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়েই দেশ ছাড়লেন শেখ হাসিনা। কিছুক্ষণের মধ্যেই দিল্লি পৌঁছচ্ছেন শেখ হাসিনার বিমান। দিল্লি থেকে লন্ডন যেতে পারেন শেখ হাসিনা। দিল্লিকে সেফ প্যাসেজ হিসেবে ব্যবহার করতে পারেন শেখ হাসিনা: সূত্র ।
অশান্ত বাংলাদেশের বঙ্গবন্ধুর বাড়িতে আগুন। এমনটাই খবর, প্রথম আলো সূত্রে।
শেখ হাসিনার বাসভবনে হামলা চালাল আন্দোলনকারীরা। অবাধে চলছে লুঠপাঠ
আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়ে আগুন দিয়েছেন আন্দোলনকারীরা। আজ সোমবার বিকেল ৪টার দিকে আগুন দেন আন্দোলনকারীরা।
দেশ ছাড়ার পরেই প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন শেখ হাসিনা। বাংলাদেশের ক্ষমতা দখল করল সেনা। বাংলাদেশের গণভবনে লুঠপাঠ, সরকার পতনের পরই বেনজির দৃশ্য, এমনটাই জানালেন বাংলাদেশের এক সাংবাদিক।
অশান্ত বাংলাদেশ, কলকাতায় এলেন বিএসএফের ডিজি । ইন্দো-বাংলাদেশ সীমান্তে সুরক্ষা বাড়াল বিএসএফ । বাংলাদেশ সীমান্তবর্তী ৪ হাজার ৯৬ কিমি এলাকায় হাই অ্যালার্ট। দেশত্যাগী হাসিনা, বাংলাদেশে সেনা শাসন, কড়া নজর ভারতের
জ্বলছে বাংলাদেশ। এই পরিস্থিতিতে ভারত বাংলাদেশ সীমান্তে 'হাই অ্যালার্ট' জারি করল বর্ডার সিকিউরিটি ফোর্স
'জরুরি অবস্থা, কার্ফুর কোনও প্রয়োজন নেই। সেনাকে আদেশ দিয়েছি, গোলাগুলির কোনও প্রয়োজন নেই। মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আজই কথা বলে সমাধানে পৌঁছাব। ছাত্রদের এখন শান্ত হয়ে আমাদের সাহায্য করতে হবে', ক্ষমতা হাতে নিয়ে বার্তা সেনাপ্রধানের।
'সব হত্যা অন্যায়ের বিচার হবে। সংঘাতের মাধ্যমে আমরা আর কিছু পাব না। আপনারা সংঘর্ষ থেকে বিরত হন। আমরা সব প্রধান দলের নেতাদের সঙ্গে কথা বলেছি', বাংলাদেশে সেনা-শাসনের ঘোষণা করে বক্তব্য সেনাপ্রধানের
বাংলাদেশে তুমুল অশান্তি, পদত্যাগ হাসিনার, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ডাক
বাংলাদেশের ক্ষমতা গেল সেনাবাহিনীর হাতে। সাহায্য করার আর্জি জানালেন সেনাপ্রধান।
শেখ হাসিনার বাড়ির পর বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে হামলা
বঙ্গভবন থেকে বোনকে নিয়ে সামরিক হেলিকপ্টারে রওনা শেখ হাসিনার। দেশ ছাড়ার পরেই পদত্যাগ । প্রধানমন্ত্রীর বাসভবন দখল করল জনতা। বাংলাদেশের মোবাইল পরিষেবা বন্ধ।
বাংলাদেশে তুমুল অশান্তি, দেশ ছাড়লেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষমতা দখল করতে পারে বাংলাদেশের সেনা। মৃতের সংখ্যা ছাড়াল ৩০০।
প্রেক্ষাপট
বাংলাদেশ ছেড়ে ভারতে হাসিনা, দেখা করতে গেলেন ডোভাল। গাজিয়াবাদে হাসিনার সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ। রাজনৈতিক আশ্রয়ের হাসিনার আবেদন খারিজ ব্রিটিশ সরকারের: সূ্ত্র। ভারত থেকে লন্ডন যাওয়ার কথা ছিল শেখ হাসিনার: কূটনৈতিক সূত্র । আপাতত কিছুদিন ভারতে থাকতে পারেন শেখ হাসিনা: সূত্র ।
ছাত্র আন্দোলনে আরও অশান্ত বাংলাদেশ। পুলিশ-সেনার সঙ্গে সংঘর্ষে মৃত্যু তিনশো পার! ইস্তফা দিয়ে প্রধানমন্ত্রী হাসিনা দেশ ছাড়তেই জারি সেনার শাসন।
ভারতে থেকে কোথায় যাবেন শেখ হাসিনা? রাজনৈতিক আশ্রয় দিতে নারাজ লন্ডন। কয়েকদিন ভারতে থাকলেও, চাননি রাজনৈতিক আশ্রয়, খবর সূত্রের।
আর নয় গুলি, বাংলাদেশের দখল নিয়েই বার্তা সেনাবাহিনীর। শাসক দলকে বাদ দিয়েই সর্বদল বৈঠক। ৪৮ ঘণ্টায় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -