নয়া দিল্লি: সংরক্ষণ বিরোধী আন্দোলন থেকে গণ আন্দোলন হয়ে অশান্ত বাংলাদেশ। জ্বলছে চতুর্দিক, লুঠপাঠ-হাতাহাতি-ভাঙচুর। ঢাকা থেকে রাজশাহী, চট্টগ্রাম, যশোর, বরিশাল- প্রতিটি জেলায় জেলায় অশান্তির তীব্র উত্তাপ। সংঘর্ষে মৃত্যু ইতিমধ্যেই ৩০০ পার, ইস্তফা দিয়ে দেশ ছাড়লেন শেখ হাসিনা। এলেন ভারতে। যদিও যাওয়ার কথা ছিল লন্ডনে। কিন্তু ব্রিটেনের তরফে ছাড়পত্র না পাওয়ায় ভারতেই অবস্থান করছেন তিনি, এমনটাই খবর। 


এদিকে পড়শি দেশের এই পরিস্থিতি নিয়ে জরুরিকালীন বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ।  কিছু সময় আগেই মোদিকে গোটা ঘটনাটি জানিয়েছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, এমনটাই খবর সূত্রের। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা পর্যালোচনা বৈঠক করেছেন।                                                             


অন্যদিকে, ভারতেই শেখ হাসিনা, সরানো হল 'সুরক্ষিত স্থানে', দেওয়া হল বাড়তি নিরাপত্তা। সংবাদসংস্থা এএনআই সূত্রের খবর, অজিত দোভালের সঙ্গে সাক্ষাতের পরই হাসিনার নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। তাঁর নিরাপত্তার বিষয়টিও বাড়তি সতর্কতার সঙ্গে দেখভাল করা হচ্ছে বলে খবর। 


প্রতিবেশী দেশের এই পরিস্থিতিতে, ভারতের জন্য় কতটা চিন্তার, সেই প্রশ্নও সামনে আসছে। বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন, এই পালাবদলের ফলে, বাংলাদেশে চিনের প্রভাব যদি আরও বৃদ্ধি পায়, তাহলে সেটা ভারতের পক্ষে উদ্বেগের বিষয়। 


আরও পড়ুন, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মমতা, এপারে 'শান্তি বজায় রাখার' আর্জি


একমাত্র শেখ হাসিনার বাংলাদেশ ভারতের দিকে ছিল। চিন সেভাবে তাদের কব্জায় আনতে পারেনি। এবার হাসিনার প্রস্থানের ফলে কি চিনের থাবায় চলে আসবে বাংলাদেশও? আর সেটা কি ভারতের পক্ষে আরও ভয়ঙ্কর যাবে না? কট্টর ভারত বিরোধী বলে পরিচিত জামাত। অন্যদিকে কোনওদিনই ভারত বনধু বলে পরিচিত নয় বিএনপি যদি বাংলাদেশের ক্ষমতায় বসে, আর পেছন থেকে কলকাঠি নাড়াতে শুরু করে চিন এবং পাকিস্তান, তাহলে এই পরিস্থিতির মোকাবিলা কীভাবে করবে মোদি সরকার? এই প্রশ্নই এখন জোরদার হচ্ছে।                                      



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে