ঢাকা: কোভিড মোকাবিলায় পথ দেখাচ্ছে বাংলাদেশ। দেশের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গতকাল, শনিবার করোনা আক্রান্ত হয়ে ২২ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যায় এই হ্রাস মার্চ মাসের পর এই  প্রথম। গতকাল, দৈনিক সংক্রমণের সংখ্যা ছিল ২৬১। চলতি বছরে এই প্রথম সবথেকে কম দৈনিক সংক্রমণ।


এই পরিসংখ্যানে আশার আলো দেখছে প্রশাসন। ডিরেক্টর জেনারেল অব হেলথ সার্ভিস জানিয়েছে, প্রায় ৫৩ দিন পর দেশে দৈনিক মৃতের সংখ্যা এতটা কমল। এমনকী চলতি বছর এই প্রথম সবথেকে কম দৈনিক আক্রান্তের সংখ্যাও। বাংলাদেশ স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, দেশে এখনও পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৭ লক্ষ ৭৯ হাজার ৭৯৬ জন। মোট মৃতের সংখ্যা ১২ হাজার ১২৪ জন। দেশের স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩ হাজার ৭৫৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে। ডিরেক্টর জেনারেল অব হেলথ সার্ভিসের পরিসংখ্যান বলছে, ৭ লক্ষ ২১ হাজার ৪৩৫ জন করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন। বাংলাদেশ সরকার বলছে দেশে মৃতের হার ১.৫৫ শতাংশ। দেশে সুস্থতার হার ৯২.৫২ শতাংশ। 


উল্লেখ্য, করোনায় ভয়ের ছবি দেখছে সারা ভারত। কখনও নদীতে ভেসে উঠছে দেহ। কখনও আবার নিভছে না শ্মশানের আগুন। কখনও আবার অক্সিজেনের জন্য হাহাকার। মৃত্যুর পর বাড়িতেই পড়ে রয়েছে করোনা আক্রান্তের দেহ। এমন একাধিক ছবি উঠে এসেছে দেশে দ্বিতীয়বার সংক্রমণের ঢেউ আছড়ে পড়তেই। ভারতে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। গত এক সপ্তাহ ধরে ৪ হাজারের আশেপাশে ঘোরাফেরা করছে দৈনিক মৃতের সংখ্যা। দৈনিক সংক্রমণ রয়েছে ৩ লক্ষের ওপরেই। সেই আবহে আশা দেখাচ্ছে প্রতিবেশী দেশ। এখনও পর্যন্ত দেশের সর্বোচ্চ দৈনিক সংক্রমণের সংখ্যা ৭ হাজার ৬২৬। এই হিসেব ৭ এপ্রিলের। ঠিক এক মাস এক সপ্তাহ পর এই পরিসংখ্যান নেমে এল ২৬১-তে। অন্যদিকে, ১৯ এপ্রিল দেশে সর্বোচ্চ মৃতের সংখ্যা ছিল ১১২। সেই সংখ্যা ২৬ দিনের মাথায় নেমে ২২-এ।