কলকাতা : ফের রাজনীতির ময়দানে শেখ হাসিনা। বাংবাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর বিবৃতি এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন ছেলে সজীব ওয়াজেদ। যারা অবৈধভাব ক্ষমতা দখল করে সাধারণ মানুষের ওপর অমানবিক নিপীড়ন-নির্যাতন চালাচ্ছে, তাদের দাঁতভাঙা জবাব দেওয়ার ডাক দিয়েছেন শেখ হাসিনা।
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তাঁর বিবৃতিতে বলেছেন, ১৪ ডিসেম্বর বাংলাদেশের শহিদ বুদ্ধিজীবী দিবস। জাতির সঙ্কটময় মুহূর্তে এ বছর দিনটি পালিত হচ্ছে। স্বাধীনতা বিরোধী ও বুদ্ধিজীবী নিধনকারী দোসররা দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচিত আওয়ামি লিগ সরকারকে হঠিয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করে সাধারণ মানুষের ওপর অমানবিক নিপীড়ন-নির্যাতন চালাচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনাকে এরা জলাঞ্জলি দিয়েছে। প্রিয় দেশকে জঙ্গিদের উর্বর লীলাভূমিতে পরিণত করেছে। এদের দাঁতভাঙা জবাব দেওয়ার জন্য মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। ছেলে সজীব ওয়াজেদের এক্স হ্যান্ডলে পোস্ট করা হয়েছে হাসিনার এই বিবৃতি।
হাসিনাপুত্র বিবৃতিতে জানান, 'আজ ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এদিনে বর্বর পাকিস্তানি বাহিনী ও তাদের এদেশীয় দোসর রাজাকার, আল বদর, আল-শামস বাহিনী বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে। হানাদার পাকিস্তানি বাহিনী তাদের পরাজয় আসন্ন জেনে বাঙালি জাতিকে মেধাশূন্য করার লক্ষ্যে বুদ্ধিজীবী নিধনের এই পরিকল্পনা করে।' বিশেষ এই দিনে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বাংলাদেশীদের স্মরণ করালেন ইতিহাসের কথা।
রবিবার লন্ডনে ছিল শেখ হাসিনার ভার্চুয়াল সমাবেশ। পূর্ব লন্ডনের ইম্প্রেসন ভেন্যু হলে এই সমাবেশের আয়োজন করে অগাস্টে বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত আওয়ামি লিগ। ভার্চুয়াল এই সমাবেশে যোগ দেন আওয়ামি লিগের একাধিক নেতা। যাঁদের অনেকেই বাংলাদেশের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সাংসদ ছিলেন। এর আগে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনা নিয়ে ইউনূস সরকারকে কড়া ভাষায় আক্রমণ করে ছিলেন শেখ হাসিনা। লন্ডনে ভার্চুয়াল সমাবেশে কার্যত বর্তমানকে তুলোধনা করে ছেড়েছিলেন প্রাক্তন। বাংলাদেশের মাটিতে চিন্ময়কৃষ্ণ দাসের আইনি সহায়তা না পাওয়া নিয়ে আক্রমণ শানান ইউনূস সরকারের উদ্দেশে । শান্তিতে নোবেলপ্রাপক ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে ফ্যাসিস্ট আখ্যা দেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। আবারও ৫ দিনের মাথায় বার্তা দিলেন হাসিনা। আর এদিনই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়েছে অন্তর্বর্তী সরকারের তরফে। ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম জানান, কিছু আইনি প্রক্রিয়ার জন্য অপেক্ষা করা হচ্ছে। ভারতকে প্রত্যর্পণের জন্য অনুরোধ জানানো হবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।