ঢাকা : বাংলাদেশে উধাও গণতন্ত্র, উল্টে ভারতীয় হাই কমিশনারকে তলব ! সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে আইনি অধিকার না দিতে পারার ব্যর্থতা ঢাকার কৌশল ? বিশ্বজুড়ে প্রবল চাপের মুখে ব্যর্থতা ঢাকার কৌশল বাংলাদেশের ? তলব করা হল ভারতীয় হাই কমিশনারকে। আগরতলায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনে বিক্ষোভ নিয়ে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে ডেকে পাঠানো হল। বিকাল ৪টের আগেই ঢাকায় বিদেশ মন্ত্রকের কার্যালয়ে পৌঁছে যান ভারতীয় হাই কমিশনার। কার্যকরী বিদেশ সচিব এম রিয়াজ হামিদুল্লাহর অফিসে তাঁকে ডেকে পাঠানো হয়।


বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর লাগাতার অত্যাচার চলছে। আতঙ্কের পরিবেশ। বেছে বেছে হিন্দুদের ওপর হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে পাল্টা আগরতলায় অবস্থিত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনে বিক্ষোভ দেখানো হয়। শনিবার ঢাকা হয়ে আগরতলা-কলকাতাগামী একটি বাস হামলার শিকার হওয়ার পরই এই ঘটনা।


দিন তিনেক আগে আগরতলা থেকে কলকাতার উদ্দেশে একটি বেসরকারি পরিবহনের বাস পরিষেবা ঘিরে উত্তেজনা ছড়ায়। বাংলাদেশের ব্রাহ্মণবেড়িয়ায় বিশ্বরোডে বাস পৌঁছাতেই সেখানে একটি পণ্যবাহী ট্রাক গিয়ে বাসটিতে ধাক্কা দেয়। ত্রিপুরার পরিবহণমন্ত্রী সুশান্ত চৌধুরী অভিযোগ করেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাসে ধাক্কা মারা হয়েছে। একই সময়ে রাস্তায় থাকা একটি অটো বাসের সামনে চলে আসে এবং বাসটির সঙ্গে সংঘর্ষ হয়।


অভিযোগ, তারপরেই বাসটিকে ঘিরে ধরেন সেখানকার লোকজন। উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভারত-বিরোধী স্লোগান শুরু করেন। ভিতরে থাকা যাত্রীদের হুমকি দেওয়া হয়। ভয় দেখানো হয়। যদিও পরবর্তী সময়ে সেটি নিছক একটি পথ দুর্ঘটনা বলে চালানোর চেষ্টা হয়। এই ঘটনার ক্ষোভের আঁচ গিয়ে পড়ে আগরতলায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনে।


এদিকে চিন্ময় কৃষ্ণ দাসকে জেলবন্দি করে রাখার ছক কষেছে বাংলাদেশ। একমাস পিছিয়ে গেছে ইসকনের সন্ন্যাসীর জামিন-মামলার শুনানি। সূত্রের খবর, আগামী বছরের ২ জানুয়ারি চিন্ময়কৃষ্ণর জামিন-মামলার শুনানি হতে পারে। সন্ত্রাসের ভয়ে কোনও আইনজীবী লড়তে পারলেন না চিন্ময়কৃষ্ণর হয়ে। গতকাল চিন্ময়কৃষ্ণর আইনজীবী রমেন রায়ের ওপর হামলা চালানো হয়। বাড়ি ভাঙচুর করা হয় আইনজীবীর। গুরুতর জখম ওই আইনজীবী ICU-তে ভর্তি রয়েছেন। এদিন বাকি চিন্ময়কৃষ্ণর হয়ে লড়ার জন্য বাকি ৫০ জন আইনজীবীর কেউই হাজির ছিলেন না চট্টগ্রাম আদালতে।


সূত্রের খবর, আতঙ্কে আত্মগোপন করেছেন চিন্ময়কৃষ্ণর আইনজীবীরা। রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেফতারির পর সন্ন্যাসীর জামিন আটকাতে মরিয়া বাংলাদেশ সরকার। এর আগে চিন্ময়কৃষ্ণর আইনজীবীদের বিরুদ্ধে বিস্ফোরক আইন-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে বাংলাদেশ পুলিশ।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে