সুনীত হালদার, হাওড়া : ভয়াবহ। দুঃসাহসিক। ভয়ঙ্কর। হাওড়া শহরের চুরির ঘটনার জন্য় কোনও বিশেষণই যথেষ্ট নয়। একই আবাসনের মধ্যে ঢুকে একের পর এক ফ্ল্যাটে করা হল চুরি। লুঠ হয়ে গেল লক্ষ লক্ষ টাকা, গয়না, মূল্যবান দ্রব্য !
মধ্য হাওড়ার রাজবল্লভ সাহা লেনের একটি বহুতল আবাসনে ঘটেছে এই দুঃসাহসিক চুরির ঘটনা । সোমবার ভোররাতে চোরেরা মেন গেটের তালা ভেঙে আবাসনের ভেতরে ঢুকে পড়ে। তারপর একে একে চারটি ফ্ল্যাটে তালা ভেঙে নগদ টাকা, সোনা - রুপোর অলংকার নিয়ে চম্পট দেয়। উল্লেখযোগ্য হল, বেছে বেছে ফাঁকা ফ্ল্যাটেই করা হয়েছে চুরিগুলো। তার থেকেই প্রমাণ দীর্ঘদিন ধরেই আবাসনের বাসিন্দাদের উর নজর রাখছিল দুষ্কৃতীরা।
তিন জনের চোরের একটি দল বেছে বেছে সেসব ফ্ল্যাটেই হাত সাফাই করে যেখানে কেউ ছিলেন না। প্রথমে একতলার একটি ফ্ল্যাটে হানা দেয় তারা। তালা ভেঙে ঢুকে যাবতীয় সোনার গয়না এবং টাকা পয়সা চুরি করে। তারপর একই কায়দায় আরও তিনটি ফ্ল্যাটে পরপর চুরি হয়। আর এই কাণ্ড ঘটানোর সময় বাকি ফ্ল্যাটগুলি বাইরে থেকে সিল করে দিয়েছিল তারা, যাতে কেউ বেরিয়ে না পড়ে।
উল্টো দিকের প্রত্যেকটি ফ্ল্যাট বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয়। পুলিশ সূত্রে খবর, সবচেয়ে বেশি চুরি হয়েছে পাঁচতলায় মহারাষ্ট্রের বাসিন্দা পদম প্রসাদের ফ্ল্যাটে। অভিযোগ, রুপোর ব্যবসায়ী পদম দিন কয়েক আগে দেশের বাড়িতে গিয়েছিলেন। সেই সুযোগে চোরেরা তার ফ্ল্যাট থেকে প্রায় ২০ লক্ষ টাকা নগদ এবং কয়েক লক্ষ টাকার সোনা এবং রুপোর গয়না নিয়ে চম্পট দেয়।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, চারটি ফ্ল্যাট থেকে নগদ টাকা এবং গয়না মিলিয়ে মোট ৪০ লক্ষ টাকা খোয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হাওড়া থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে। আবাসন থেকে সিসিটিভি ফুটে সংগ্রহ করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজে তিনজনকে অপারেশনের পর ফ্ল্যাট থেকে বের হতে দেখা যায়।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান চোরেরা আগে থেকেই জানত কোন কোন ফ্ল্যাটের বাসিন্দারা নেই। বেছে বেছে সেইসব বাড়িতেই অপারেশন চালানো হয়। এ ব্যাপারে স্থানীয় কোন দুষ্কৃতীর যোগ থাকতে পারে বলেই ধারণা তদন্তকারীদের। ওই আবাসনে নিরাপত্তা কর্মী না থাকায় চুরির পর চোরেরা নিঃশব্দে বেরিয়ে যায়। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এদিকে এই ঘটনায় আবাসনের অন্যান্য বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: সপ্তাহের প্রথম দিনেই ঝুঁকি! সোমবার সাবধানে থাকুন এই রাশির জাতকরা