Bangladesh News: বাংলাদেশে দাপাচ্ছে দুষ্কৃতীরা, সেনার অধীনেও চলছে হিংসা। অবসরপ্রাপ্ত মেজর মহম্মদ আলি সমনের ঢাকার বাড়িতে আগুন। দাউদাউ আগুনে পুড়ে ছাই অবসরপ্রাপ্ত সেনাকর্তার বাড়ি। বিএনপি-জামাতের বিরুদ্ধে হামলার অভিযোগ অবসরপ্রাপ্ত সেনাকর্তার। শেখ হাসিনার পদত্যাগের পর হিংসায় মোট ২৩২ জনের মৃ্ত্যু, খবর প্রথম আলো সূত্রে। আজ বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের শপথগ্রহণ। সরকারের প্রধান হিসেবে শপথ নিতে পারেন মহম্মদ ইউনূস। 


আন্দোলন শুরু হয়েছিল কোটা সংস্কার নিয়ে। তবে এখন বাংলাদেশের চিত্রটা পুরোই অন্য। সর্বত্র দেখা গিয়েছে হিংসার চিত্র। প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। জারি রয়েছে সেনা শাসন। এমনকি পড়শি দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে মহম্মদ ইউনূসের নামও প্রকাশ্যে এসেছে। কিন্তু এত কিছুর পরেও অশান্তি থামছেই না বাংলাদেশে। এর আগে বাংলাদেশের প্রধান বিচারপতির ধানমন্ডির বাড়িতেও আগুন লাগিয়ে দিয়েছিল বিক্ষোভকারীরা। এবার তাদের নিশানায় অবসরপ্রাপ্ত সেনাকর্তার ঢাকার বাড়ি। একের পর এক বাড়িঘর, দোকানপাট ভাঙচুর চলছে। সেই সঙ্গে অবাধে চলছে লুঠ। বাংলাদেশে এখনও জ্বলছে হিংসার আগুন। বাড়ছে মৃত্য়ু, পুড়ছে একের পর এক বাড়ি, অফিস। কাশিমপুর ও কুষ্টিয়ায় জেল ভেঙে পালিয়েছে আড়াইশোরও বেশি বন্দি। পাল্টা গুলিতে মৃত্য়ু হয়েছে ৩ জঙ্গি-সহ ৬ জনের। ময়মনসিংহে জাদুঘরে হামলা চালিয়েছে প্রায় শ-খানেক বিক্ষোভকারী।


এর আগে শেরপুর জেল ভেঙেছিল বিক্ষোভকারীরা। ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার এবং বঙ্গবন্ধু মেমোরিয়াল মিউজিয়াম- হামলাকারীদের হাত থেকে ঢাকার এই দুই প্রসিদ্ধ সরকারি প্রতিষ্ঠানও বাদ যায়নি। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বঙ্গবন্ধু মেমোরিয়াল মিউজিয়াম। পুড়ে ছাই হয়ে গিয়েছে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার। দুই প্রতিষ্ঠানেই চলেছে অবাধ লুঠ। তারপরে লাগানো হয় আগুন। ঢাকায় আওয়ামি লিগের একাধিক নেতার বাড়ি পুড়িয়ে দিয়েছে হামলাকারীরা। শেখ হাসিনা দেশ ছাড়ার পরই গণভবনের দখল নেয় উন্মত্ত জনতা। অবাধে চলে লুঠ। 


আজ সন্ধ্যায় শপথ নিতে পারেন মহম্মদ ইউনূস 


হাসিনা-পরবর্তী জমানায়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হচ্ছেন নোবেলজয়ী মহম্মদ ইউনূস। দীর্ঘদিন ধরেই শেখ হাসিনার কট্টর সমালোচক হিসেবে পরিচিত তিনি। হাসিনার জমানায় ইউনূসের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। তবে জামিন মেলায় তাঁকে জেলে যেতে হয়নি। এবার হাসিনা দেশ ছাড়ার পর, সেই ইউনূসের হাতে বাংলাদেশের রাশ যাওয়ায় একটা বৃত্ত সম্পূর্ণ হল বলেই মনে করছেন অনেকে। আজ থেকে ২২ বছর আগে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন তিনি। সেই মহম্মদ ইউনূসের নেতৃত্বেই গঠিত হতে চলেছে বাংলাদেশের অন্তবর্তী সরকার। আজ সন্ধেয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে শপথ নিতে পারেন তিনি। 


আরও পড়ুন- আপাতত ভারতে, এরপর কোথায় যাবেন হাসিনা? নজরে এই দেশগুলো 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।