নয়াদিল্লি: প্রযুক্তির সুবিধার কারণে এখন ব্যাঙ্কের প্রায় সব কাজই সেরে ফেলা সম্ভব অনলাইন পরিষেবার মাধ্যমে। তবুও মনে রাখা দরকার দেশের বিরাট অংশের মানুষ এখনও স্মার্টফোন ব্যবহার করেন না। ইন্টারনেট পরিষেবার আওতায় নেই বিপুল জনসংখ্যার মানুষ। আবার বহু প্রবীণ নাগরিক আছেন, যাঁরা আর্থিক দিক দিয়ে সচ্ছ্বল হলেও অনলাইন ট্রানজাকশন করতে পারেন না। দেশের এই বিরাট অংশের মানুষ তাই যে কোনওরকম আর্থিক কাজের জন্য ব্যাঙ্কের যান সশরীরে। তাই উৎসবের মরশুমে নভেম্বর মাসে ব্যাঙ্কের ছুটি কোন কোন দিন তা একবার দেখে নেওয়া জরুরি। কারণ, মাসের স্বাভাবিক ছুটির দিনের পাশাপাশি উৎসবের কারণেও ব্যাঙ্ক বন্ধ থাকে। তাছাড়া দ্বিতীয় শনিবার কিংবা চতুর্থ শনিবারও ব্যাঙ্কের দরজা বন্ধ থাকে।
অক্টোবরে তো বলাই বাহুল্য যে বেশ অনেকগুলি দিন বন্ধ ছিল ব্যাঙ্কের দরজা। নভেম্বরেও বন্ধ থাকছে বেশ কয়েকটা দিন। নভেম্বরে এমনিতেই রবিবার পড়েছে ১,৮,১৫,২২ ও ২৯ তারিখ। অর্থাৎ এসব দিন ব্যাঙ্ক স্বাভাবিক কারণেই বন্ধ থাকবে। ১৪ নভেম্বরে পড়েছে মাসের দ্বিতীয় শনিবার এবং দিওয়ালি। তাই ব্যাঙ্ক বন্ধ। ২৮ নভেম্বর হল মাসের চতুর্থ শনিবার,তাই বন্ধ। আবার,৩০ নভেম্বর গুরু নানকের জন্মদিন। সেদিনও বন্ধ থাকবে ব্যাঙ্কের দরজা। তবে প্রয়োজন অনুযায়ী যে ব্যাঙ্কের ছুটির দিন বদল হয় অনেক সময়, সেটাও সত্যি।