নয়াদিল্লি: উৎসবের মরসুমে দেশে বন্ধ থাকছে ব্যাঙ্কগুলি (Bank Holidays In October)। আগামীকাল ১২ অক্টোবর থেকে টানা ৯দিন বন্ধ থাকছে ব্যাঙ্কের দরজা। তবে সব রাজ্যে নেই এই টানা ছুটি। দেখে নিন কোন রাজ্যে কী খবর ?


অক্টোবরে(October)'ছুটির মেলা' সব ব্যাঙ্কে। এই ছুটির তালিকা প্রকাশ করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া


অক্টোবর ১২: দুর্গাপুজো মহাসপ্তমীর জন্য আগরতলা ও কলকাতার সব ব্যাঙ্ক বন্ধ থাকবে।
অক্টোবর ১৩:  দুর্গাপুজো মহাঅষ্টমীর জন্য আগরতলা, ভূবনেশ্বর, গ্যাংটক, গুয়াহাটি, ইম্ফল,কলকাতা, রাঁচি, পটনার ব্যাঙ্ক বন্ধ থাকবে।
অক্টোবর ১৪: দুর্গাপুজো মহানবমী/দশেরা/অযুথা পুজা (আগরতলা, বেঙ্গালুরু, চেন্নাই, গ্যাংটক, গুয়াহাটি, কানপুর, কোচি, কলকাতা, লখনউ, পটনা, রাঁচি, শিলং, শ্রীনগর, তিরুঅনন্তপূরমে ব্যাঙ্ক বন্ধ থাকবে)।
অক্টোবর ১৫: দুর্গাপুজো বিজয়া দশমী/দশারা/দশেরা (ইম্ফল ও শিমলা বাদে দেশের সব ব্যাঙ্ক বন্ধ থাকবে।)
অক্টোবর ১৬: দুর্গাপুজোর কারণে বন্ধ থাকবে গ্যাংটকের ব্যাঙ্ক।
অক্টোবর ১৭: রবিবার
অক্টোবর ১৮:  কাটি বিহু (গুয়াহাটি)তাই বন্ধ থাকবে ব্যাঙ্ক।
অক্টোবর ১৯: ইদ-এ-মিলাদের কারণে (আহমদাবাদ, বেলাপুর, ভোপাল, চেন্নাই, দেহরাদুন, হায়দরাবাদ, ইম্ফল, জম্মু, কানপুর, কোচি, লখনউ, মুম্বই, নাগপুর, নয়াদিল্লি, রায়পুর, রাঁচি, শ্রীনগর, তিরুঅনন্তপূরমে সব ব্যাঙ্ক বন্ধ থাকবে।)
অক্টোবর ২০: মহর্ষি বাল্মীকির জয়ন্তী/লক্ষ্মীপুজো/ইদ-এ-মিলাদ (আগরতলা, বেঙ্গালুরু, চণ্ডীগড়, কলকাতা, সিমলা)


রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার Reserve Bank of India (RBI)ছুটির তালিকা অনুযায়ী অক্টোবরে ১৪টি ঘোষিত ব্যাঙ্কের ছুটি(Bank Holidays রয়েছে। এ ছাড়া আরও সাতদিন সপ্তাহ শেষের ছুটি প্রাপ্য ব্যাঙ্ককর্মীদের। রবিবার ছাড়াও এই ছুটির সাতদিনের মধ্যে রয়েছে দ্বিতীয় ও চতুর্থ শনিবার। তাই সব মিলিয়ে ছুটির তালিকা দাঁড়িয়েছে এক মাসে ২১দিন। উৎসবের মরশুমের কারণেই এই ছুটি পেতে চলেছেন ব্যাঙ্কের কর্মীরা। 


রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুসারে কোনও ব্যাঙ্কের ছুটির দিন তিনটি বিষয়ের ওপর নির্ধারণ করা হয়। সেগুলি হল, 'হলিডে আন্ডার দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট', 'হলিডে আন্ডার দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট অ্যান্ড রিয়েল টাইম গ্রস সেটলমেন্ট হলিডে'। এছাড়া রয়েছে-'ব্যাঙ্কস ক্লোজিং অফ অ্যাকাউন্টস'। 


আরও পড়ুন :  SBI home loans: গৃহ ঋণে প্রচুর সুবিধা দিচ্ছে State Bank, এই নথি থাকলেই করতে পারবেন আবেদন


আরও পড়ুন : SBI Customers alert: প্রতারকদের ফোন বুঝবেন কীভাবে? পথ দেখাচ্ছে SBI


আরও পড়ুন : SBI Customer Alert: পাসওয়ার্ড খুলতে পারবে না প্রতারকরা, ভরসার ৮ রাস্তা দেখাল SBI


আরও পড়ুন : SBI Update : প্রতারকদের হাতে ডেবিট কার্ড ! দ্রুত ব্লক করতে মেনে চলুন এই নিয়ম