সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: এপারে বাংলা, ওপারে বাংলাদেশ। মাঝে সোনাই নদী। উত্তর ২৪ পরগনার বসিরহাটের স্বরূপনগরে ভারত-বাংলাদেশের বিঠারি সীমান্তের পদ্মভিলা গ্রামে গিয়ে জানা গেল, এখানে মাছ ধরার নামে নদীপথে অবাধে চলে নিষিদ্ধ কাফ সিরাপ পাচার। জিরো পয়েন্টের আগে এপারে পদ্মভিলা থেকে সোনাই নদী হয়ে ওপারে রাজপুরে পৌঁছে যায় বোতল বোতল ফেন্সিডিল।

বিএসএফ সূত্রে খবর, ভারতে ১ বোতল ফেন্সিডিলের দাম ১৫২ টাকা। সীমান্ত পেরিয়ে বাংলাদেশে তা বিক্রি হচ্ছে দেড় হাজার টাকায়। বোতল পিছু পাচারকারীকে দিতে হয় ২০০ টাকা। বিঠারি-হাকিমপুরের বাসিন্দা কিঙ্কর পাল জানালেন, এখান থেকে ফেন্সিডিল বাংলাদেশে পাচার হয়।
বিএসএফ-ও মানছে নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের অভিযোগ। বাহিনীর ১১২ নং ব্যাটেলিয়নের কম্যান্ডান্ট মণীশ কারকি জানাচ্ছেন, এখান থেকে বাংলাদেশে পাচার হয় ফেন্সিডিল। বিএসএফ নজরদারি চালায়, ধরাও পড়ে, যদিও লাগাতার নজরদারি সম্ভব নয়।

বিএসএফ সূত্রে খবর, ৪ ফেব্রুয়ারি, স্বরূপনগরের স্বরূপদহ হাকিম পুর রোডে গাড়িতে পাচার হওয়ার সময় ২৮১ বোতল ফেন্সিডিল বাজেয়াপ্ত করা হয়েছে। গত ৪ মাসে উদ্ধার হয়েছে ২৫০০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ।
পাচার রুখতে সবরকম চেষ্টা চলছে বলে দাবি করেছে জেলা প্রশাসন। উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, স্বাস্থ্য ও পরিবেশ জ্যোতি চক্রবর্তী জানিয়েছেন, ওষুধের দোকানগুলো থেকে পাচার হচ্ছে ফেন্সিডিল। আমরা যথেষ্ট কড়া হয়ে এর মোকাবিলা করছি।
নজরদারি সত্ত্বেও ভারত-বাংলাদেশ সীমান্তে ফেন্সিডিলের পাচার বাড়ায় উদ্বিগ্ন প্রশাসন।