জানা গিয়েছে, হিউস্টনের বাসিন্দা রেহান আগে আমেরিকায় তারকাদের নানা অনুষ্ঠান মারফত উপার্জিত অর্থ ভারত বিরোধী কার্যকলাপে ব্যয় করতেন। বলিউড তারকাদের নিয়ে এমন অন্তত ৪০০ নাচগানের অনুষ্ঠান করেছেন তিনি। তাঁর অনুষ্ঠানে যোগ দিয়েছেন সেফ আলি খান, মিকা সিংহ, পঙ্কজ উদাস প্রমুখ। এখন আবার রেহান সিদ্দিকি হিউস্টনে সংশোধিক নাগরিকত্ব আইন বিরোধী প্রদর্শনের পরিকল্পনা করছেন। সলমনকে শিগগিরই দেখা যাবে রাধে ছবিতে। ইদে মুক্তি পাবে ছবিটি। সংগঠক পাকিস্তানি, ভারত বিরোধিতায় টাকা ঢালেন, জানতে পেরে সলমন বাতিল করলেন অনুষ্ঠান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Feb 2020 11:25 AM (IST)
জানা গিয়েছে, হিউস্টনের বাসিন্দা রেহান আগে আমেরিকায় তারকাদের নানা অনুষ্ঠান মারফত উপার্জিত অর্থ ভারত বিরোধী কার্যকলাপে ব্যয় করতেন। বলিউড তারকাদের নিয়ে এমন অন্তত ৪০০ নাচগানের অনুষ্ঠান করেছেন তিনি।
মুম্বই: আমেরিকার হিউস্টনে একটি লাইভ অনুষ্ঠান বাতিল করে দিলেন সলমন খান। অনুষ্ঠানটি আয়োজন করেন জনৈক রেহান সিদ্দিকি। রেহান পাকিস্তানি নাগরিক, তাঁর বিরুদ্ধে আমেরিকায় ভারতবিরোধী কার্যকলাপে টাকা ঢালার অভিযোগ রয়েছে। এ কথা জানতে পেরে অনুষ্ঠানে না করে দেন সলমন।