নয়াদিল্লি: আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে কার্যকাল শেষ হয়েছে ঢের আগেই। কিন্তু আজও বারাক ওবামাকে ঘিরে বাড়তি উৎসাহ চোখে পড়ে। একই ভাবে, তাঁর স্ত্রী মিশেল ওবামার জনপ্রিয়তায়ও বিন্দুমাত্র ভাঁটা পড়েনি। কিন্তু তাঁদের ‘রূপকথা’র প্রেম ও দাম্পত্যে ছেদ পড়েছে বলে সম্প্রতি খবর আসে। বারাক ও মিশেল বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন বলেও শোনা যায়। এবার সেই নিয়ে মুখ খুললেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ও প্রাক্তন ফার্স্ট লেডি মিশেল। (Barack Obama-Michelle Obama Divorce)
মিশেলের ভাই ক্রেগ রবিনসন একটি পডকাস্ট অনুষ্ঠান চালান। বুধবার একত্রে ওই পডকাস্টে অংশ নেন বারাক ও মিশেল। দিদি-জামাইবাবু বলে কোনও রকম ছাড় দেননি ক্রেগ। একেবারে গোড়াতেই বিবাহবিচ্ছেদের জল্পনা নিয়ে দু’জনের সঙ্গে রসিকতা করেন তিনি। বলেন, “তোমাদের দু’জনকে একছাদের নীচে পেয়ে ভাল লাগল।” (Barack Obama)
এতে মিশেল বলেন, “সেই তো! একসঙ্গে দেখা না গেলে লোকজন ভাবেন আমাদের ডিভোর্স হয়ে গিয়েছে।” ক্রেগ ও মিশেলকে নিরাশ না করে রসিকতায় যোগ দেন বারাক নিজেও। কোনও রকমে হাসি চেপে বলেন, “আমাকে ফিরিয়ে নিয়েছে ও (মিশেল)। বেশ কিছু দিন পরিস্থিতি বেশ ঝঁকিপূর্ণ ছিল।” বারাকের এই মন্তব্যে সকলেই হেসে ওঠেন।
বিবাহবিচ্ছেদের জল্পনা নিয়ে এই প্রথম মুখ খুললেন বারাক ও মিশেল। এ বছরের গোড়া থেকেই তাঁদের বিচ্ছেদের খবর শোনা যাচ্ছিল সর্বত্র। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জিমি কার্টারের শেষকৃত্যেও বারাকের পাশে দেখা যায়নি মিশেলকে। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় শপথগ্রহণ অনুষ্ঠানেও শামিল হননি তিনি, যা সকলের নজর কাড়ে।
বারাক এবং মিশেলের বিচ্ছেদের গুঞ্জনে তাঁকেও অস্বস্তিতে পড়তে হয় বলে জানিয়েছেন ক্রেগ। তিনি জানিয়েছেন, বিমানবন্দরে সম্পূর্ণ অচেনা এক ব্যক্তি তাঁকে দেখে ছুটে আসেন। বারাক ও মিশেলের বিবাহবিচ্ছেদ হচ্ছে কেন জানতে চান। এমনকি বারাক কিছু করে থাকবেন বলেও সন্দেহ প্রকাশ করেন তিনি। জানতে চান, “উনি (বারাক ওবামা) কী এমন করলেন?”
বারাক জানিয়েছেন, চারপাশে কী চলছে, এমনিতেই খবর রাখেন না তিনি। তাই বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না। একজন মারফত খবর আসে তাঁর কাছে। এমন গুঞ্জন কে ছড়াল, তিনি বুঝতেই পারেননি।
মিশেল বলেন, “এত বছরে একটি বারও অমন পরিস্থিতি তৈরি হয়নি, যেখানে আমার বিয়ে থেকে বেরিয়ে যাওয়ার কথা মনে হয়েছে। একসঙ্গে বহু কঠিন পরিস্থিতির মধ্যে গিয়ে গিয়েছি আমরা, কিন্তু বরাবরই পরস্পরের হাত ধরে রেখেছি, এক সঙ্গে রোমাঞ্চ অনুভব করেছি। যাঁকে বিয়ে করেছি, তাঁর দৌলতে আরও ভাল মানুষ হয়ে উঠেছি আমি।” এতে বারাক বলেন, "কেঁদে ফেলব আমি। আমাকে কাঁদিও না।"