পরিযায়ী মা, তার এককোলে সন্তান। বাকি সন্তানরা হাত ধরে হেঁটে চলেছে। ৩৩তম বর্ষে বড়িশা ক্লাবের এই প্রতিমা সাড়া ফেলে দিয়েছিল পুজোর শুরু থকেই। সেই প্রতিমাই এবার বছরভর প্রদর্শিত হবে শহরে।
সূত্রের খবর, রাজ্য প্রশাসনের শীর্ষ স্তর থেকে এই প্রতিমা সংরক্ষণের ইচ্ছাপ্রকাশ করা হয়। উদ্যোক্তারাও রাজি হয়ে যান সঙ্গে সঙ্গে। ইকো পার্ক বা রবীন্দ্র সরোবর, কোথায় প্রতিমা রাখা হবে, তা নিয়ে প্রশাসনের সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হবে।
এবারের দুর্গাপুজোয় পরিযায়ী শ্রমিকের যন্ত্রণার কথা একাধিক মণ্ডপে উঠে এসেছে। কোথাও মণ্ডপ, কোথাও প্রতিমা, কোথাও আবহে ঠাঁই পেয়েছে পরিযায়ী শ্রমিকের বাড়ি ফেরা থেকে পথে বেঘোরে মৃত্যুর ঘটনা পর্যন্ত। সেই সূত্রেই বড়িশা ক্লাবের এবারের থিম ছিল ত্রাণ। সন্তানদের হাত ধরে পরিযায়ী মা এখানে উমা হয়ে বাড়িতে ফিরছেন।