BARRACKPUR LIVE UPDATE: পুলিশি নিরাপত্তায় মণীশ শুক্লর মৃতদেহ নিয়ে যাওয়া হল খড়দায়, মৃতদেহ নিয়ে এলাকায় মিছিল বিজেপির

তাঁর নিরাপত্তা রক্ষী ছুটিতে ছিলেন, সে ব্যাপারে খবর নিয়ে আটঘাট বেঁধে দুষ্কৃতীরা হামলা চালায় বলে অনুমান।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 05 Oct 2020 09:42 PM
বিজেপি নেতা মণীশ শুক্ল খুনে আটক এক। আটক মহম্মদ খুররম নামে এক ব্যক্তি।
কলকাতায় ময়নাতদন্তের পর পুলিশি নিরাপত্তায় মণীশ শুক্লর মৃতদেহ নিয়ে যাওয়া হল খড়দায়। মৃতদেহ নিয়ে এলাকায় মিছিল করছে বিজেপি।
বিজেপি নেতারা রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করলেন। কিছুক্ষণ আগে বিজেপি নেতা মণীশ শুক্লর দেহ পৌঁছল টিটাগড়ে।
পুলিশ ও বিজেপি নেতাদের মধ্যে রফাসূত্র। ঠিক হয়েছে, দেহ নিয়ে মিছিল যাবে না রাজভবনে। রাজভবনে যাবেন বিজেপির চার নেতা।
মণীশের দেহ রাজভবনে নিয়ে যেতে বাধা পুলিশের। এলিট সিনেমার সামনে ব্যারিকেড। নিউ মার্কেটের সামনে বিশাল পুলিশ বাহিনী। বিজেপি নেতাদের সঙ্গে পুলিশের বাদানুবাদ। বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধ্বস্তাধস্তির পরিস্থিতি।
বিজেপি নেতারা জানিয়েছেন, রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতির বেহাল দশা তুলে ধরতে মণীশের দেহ নিয়ে তাঁরা রাজভবনে নিয়ে থেকে চান।
ময়নাতদন্তের পর এনআরএস থেকে বার করা হল মৃত বিজেপি নেতার দেহ। প্রথমে মৃতদেহ নিয়ে যাওয়া হবে রাজভবনে। পরে নিয়ে যাওয়া হবে ব্যারাকপুরে। বিজেপি নেতার দেহ দিতে বিলম্ব হওয়ায় এনআরএসের মর্গের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। শরীর থেকে উদ্ধার চারটি বুলেট। শরীরে আরও প্রায় ১৪টি বুলেটের ক্ষত। শরীর এফোড়-ওফোড় করে বেরিয়ে গেছে গুলি। সেভেন এম এম পিস্তল থেকে গুলি চালানো হয়েছে। অনুমান পুলিশের।
এনআরএস থেকে দেহ রাজভবন হয়ে ব্যারাকপুরে নিয়ে যাওয়া হবে বলে জানা গেছে।
ময়নাতদন্তের পর এনআরএস থেকে বেরোল টিটাগড়ের বিজেপি নেতা মণীশ শুক্লার দেহ।
বিজেপি নেতার ময়নাতদন্তে কেন দেরি ? দেহ দিতে কেন বিলম্ব ? এনআরএসের মর্গের সামনে বিক্ষোভ বিজেপির। শরীর থেকে উদ্ধার চারটি বুলেট। শরীরে আরও প্রায় ১৪টি বুলেটের ক্ষত। শরীর এফোড়-ওফোড় করে বেরিয়ে গেছে গুলি। সেভেন এম এম পিস্তল থেকে গুলি চালানো হয়েছে। অনুমান পুলিশের।এরমধ্যে জানা গিয়েছে যে, ময়নাতদন্তের প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে। শীঘ্রই মণীশ শুক্লর দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে।
বিজেপি নেতা মণীশ শুক্ল খুনের জেরে উত্তপ্ত ব্যারাকপুর শিল্পাঞ্চল। টিটাগড়ে পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি ইট ও পাথরবৃষ্টি। ছোড়া হল কৌটো বোমাও। বিক্ষোভকারীদের হঠাতে কাঁদানে গ্যাসের সেল ফাটাল পুলিশ। ঘটনার জেরে অবরুদ্ধ বিটি রোড। ঘটনাস্থল পরিদর্শন করছেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ বর্মা। এর মধ্যেই অকূস্থলে গিয়ে ভিডিওগ্রাফি শুরু করেছে সিআইডি। টিটাগড়ের অশান্তির আঁচ এসে পড়েছে কলকাতাতেও। ময়নাতদন্তের আগে এনআরএসে ঢুকতে চায় বিজেপি নেতৃত্ব। পুলিশ বাধা দিলে পরিস্থিতি রণক্ষেত্রের চেহারা নেয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় বিজেপি কর্মীদের। ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন তাঁরা। ঘটনার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে এজেসি বোস রোড। আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন রোগীর পরিজনরা। দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে কয়েকজন বিজেপি নেতাকে এনআরএসের ভিতরে ঢোকার অনুমতি দেয় পুলিশ।
বিজেপি নেতা মণীশ শুক্ল খুনের জেরে উত্তপ্ত ব্যারাকপুর শিল্পাঞ্চল। টিটাগড়ে পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি ইট ও পাথরবৃষ্টি। ছোড়া হল কৌটো বোমাও। বিক্ষোভকারীদের হঠাতে কাঁদানে গ্যাসের সেল ফাটাল পুলিশ। ঘটনার জেরে অবরুদ্ধ বিটি রোড। ঘটনাস্থল পরিদর্শন করছেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ বর্মা। এর মধ্যেই অকূস্থলে গিয়ে ভিডিওগ্রাফি শুরু করেছে সিআইডি। টিটাগড়ের অশান্তির আঁচ এসে পড়েছে কলকাতাতেও। ময়নাতদন্তের আগে এনআরএসে ঢুকতে চায় বিজেপি নেতৃত্ব। পুলিশ বাধা দিলে পরিস্থিতি রণক্ষেত্রের চেহারা নেয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় বিজেপি কর্মীদের। ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন তাঁরা। ঘটনার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে এজেসি বোস রোড। আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন রোগীর পরিজনরা। দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে কয়েকজন বিজেপি নেতাকে এনআরএসের ভিতরে ঢোকার অনুমতি দেয় পুলিশ।
মণীশ শুক্ল হত্যার তদন্ত করবে সিআইডি।
হাসপাতালে ঢুকলেন কৈলাস, অর্জুন, লকেট।
এনআরএসে ঢুকতে দেওয়া হল কৈলাস বিজয়বর্গীয়র গাড়ি।
বিজেপির ২ প্রতিনিধিকে এনআরএসে ঢোকার অনুমতি দিল পুলিশ।
উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে মুখ্যসচিবকে জানিয়েছি, আশা করব মুখ্যমন্ত্রী এবিষয়ে পদক্ষেপ নেবেন। রাজ্যে রাজনৈতিক হিংসা, মৃত্যু বন্ধ করতে হবে, মুখ্য সচিবের সঙ্গে সাক্ষাতের পর টুইট রাজ্যপালের।
ঘটনাস্থল থেকে ঠিক ঢিল ছোড়া দূরত্বে একটি বাড়ির নিচে ওষুধের দোকানে চারটি সিসিটিভি লাগানো ছিল। সকাল থেকে উধাও বাড়ির ওপরে একটি সিসিটিভি, দাবি মণীশের অনুগামীদের। নেপথ্যে দুষ্কৃতীদের চক্রান্ত, দাবি বিজেপি নেতার অনুগামীদের। শ্যুটআউটের সময় কাল এই ওষুধের দোকানটিই খোলা ছিল। একটি সিসিটিভি বিজেপির দলীয় অফিসের দিকে, অন্যটি ঘটনাস্থলের দিকে লাগানো রয়েছে। একটি রয়েছে দোকানের ভিতরে, অন্য আরও একটি সিসিটিভি বাড়ির ওপরের দিকে লাগানো ছিল সেটি আজ উধাও। অভিযোগ মণীশ শুক্লর অনুগামীদের।
বিজেপি নেতার ময়নাতদন্তে কেন দেরি ? দেহ দিতে কেন বিলম্ব ? এনআরএসের মর্গের সামনে বিক্ষোভ বিজেপির। শরীর থেকে উদ্ধার চারটি বুলেট। শরীরে আরও প্রায় ১৪টি বুলেটের ক্ষত। শরীর এফোড়-ওফোড় করে বেরিয়ে গেছে গুলি। সেভেন এম এম পিস্তল থেকে গুলি চালানো হয়েছে। অনুমান পুলিশের।
টিটাগড়ে খুনের পিছনে থাকতে পারে ব্যক্তিগত শত্রুতা। খতিয়ে দেখা হচ্ছে খুনের সম্ভাব্য আরও কারণ, টুইট করে জানাল রাজ্য পুলিশ। সঠিক তদন্তের আগে কোনও সিদ্ধান্তে আসবেন না, সোশাল মিডিয়ায় দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করবেন না, সোশাল মিডিয়ায় এমন মন্তব্য তদন্তে হস্তক্ষেপের নামান্তর, এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকুন। টুইটে আবেদন রাজ্য পুলিশের।
হাসপাতালে ঢোকার চেষ্টা বিজেপির, এনআরএসের ২ নম্বর গেটের সামনে ধাক্কাধাক্কি।
এনআরএসে আটকে দেওয়া হল বিজেপি নেতা অরবিন্দ মেননকে।
ময়নাতদন্তের জন্য মণীশ শুক্লর দেহ রাখা হয়েছে এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে।
গেলেন না স্বরাষ্ট্রসচিব, ডিজিপি, রাজভবনে গেলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।
বিজেপি নেতা খুনে জড়িত পুলিশ, তাদের অস্ত্র নিয়েই খুন। তৃণমূল বিধায়কের বাড়ি থেকে বেরিয়েছিল আততায়ীরা।অভিযোগ অর্জুনের। ডানলপ থেকে অনুসরণ করা হয় বলে দাবি।
পশ্চিমবঙ্গেও বিহার-উত্তর প্রদেশের মত মাফিয়া রাজ হয়ে যাচ্ছে। একজন আইনজীবী ও প্রাক্তন কাউন্সিলরকে প্রকাশ্যে স্টেনগান দিয়ে ব্রাশ ফায়ারিং করা হল। ১২টা গুলি লেগেছে, মাথাতেই ৪টে। বললেন দিলীপ ঘোষ। পুলিশই এ সব করাচ্ছে, পুলিশকে ওখানে সুপারি কিলার হিসেবে পাঠানো হয়েছে। তাঁর অভিযোগ।
মণীশের বাড়িতে মুকুল রায় ও অর্জুন সিংহ সহ বিজেপি নেতারা।
রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলার ইচ্ছাপ্রকাশ করে স্বরাষ্ট্রসচিব ও ডিজিপিকে আজ বেলা ১০টায় রাজভবনে তলব করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। টুইটে তিনি জানিয়েছেন, তাঁরা কেউ আসেননি। গতকাল রাত ১০টা ৪৭ মিনিটে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন, জরুরি ভিত্তিতে কথা বলার জন্য। তখনও তাঁর ফোন ধরা হয়নি বলে তিনি টুইট করেছেন।
দফায় দফায় অবরোধ কল্যাণী এক্সপ্রেসওয়ে, বনধ সফল করতে রাস্তায় নেমেছেন বিজেপি কর্মী-সমর্থকরা। ব্যারাকপুর-বারাসত রোড অবরোধ করা হয়েছে।
আমডাঙায় ৩৪ নম্বর জাতীয় সড়কও অবরোধ করা হয়েছে।
বিজেপি নেতার খুনের প্রতিবাদে আজ ১২ ঘণ্টা ব্যারাকপুর বনধের ডাক দিয়েছে বিজেপি। আজ সকালে ব্যারাকপুর বারাসাত রোডে অবরোধ করেন বিজেপি কর্মীরা। বটতলা এলাকায় অবরোধ হয়। কল্যাণী এক্সপ্রেসওয়েতে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন বিজেপি কর্মীরা। প্রায় ২ ঘণ্টা পর সেই অবরোধ ওঠে।
পুলিশের প্রাথমিক অনুমান, ভাড়াটে খুনিদের ব্যবহার করা হয়ে থাকতে পারে। আততায়ীদের চিহ্নিত করতে বিটি রোডের ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, দুষ্কৃতীরা হামলার পর খড়দার দিকে চম্পট দেয়। তবে মণীশের ব্যক্তিগত দু’জন নিরাপত্তারক্ষী গত সাতদিন ধরেই অনুপস্থিত। গতকালও তাঁরা ছিলেন না বলে জানিয়েছেন মণীশের আপ্ত সহায়ক। সম্ভবত সেই খবর ছিল হামলাকারীদের কাছে। এমনটাই পুলিশের অনুমান।

প্রেক্ষাপট

ব্যারাকপুর: বিজেপি নেতা মণীশ শুক্লের হত্যার প্রতিবাদে আজ ব্যারাকপুর সাংগঠনিক জেলায় ১২ ঘণ্টা বনধ ডেকেছে বিজেপি। সকাল থেকে শুনশান রাস্তাঘাট, কল্যাণী এক্সপ্রেসওয়ের যান চলাচল কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে।

উত্তর ২৪ পরগনার টিটাগড়ে গতকাল ভর সন্ধেয় খুন হন অর্জুন সিংহের ঘনিষ্ঠ বিজেপি নেতা মণীশ শুক্ল।  তাঁর নিরাপত্তা রক্ষী ছুটিতে ছিলেন, সে ব্যাপারে খবর নিয়ে আটঘাট বেঁধে দুষ্কৃতীরা হামলা চালায় বলে অনুমান। পুলিশ সূত্রে খবর, ৪ জন দুষ্কৃতী ২টি মোটর বাইকে এসে গুলি চালিয়ে চম্পট দেয়। পুলিশের প্রাথমিক অনুমান, ভাড়াটে খুনিদের ব্যবহার করা হয়ে থাকতে পারে। আততায়ীদের চিহ্নিত করতে বিটি রোডের ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের দিকে, যদিও তৃণমূলের দাবি, এই খুন বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল। পুলিশ সূত্রে খবর, দুষ্কৃতীরা হামলার পর খড়দার দিকে চম্পট দেয়। এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.