কলকাতা : আজ ৭৫তম প্রজাতন্ত্র দিবস। যুগান্তকারী মুহূর্ত। স্বাধীনতার শতবর্ষের দিকে এগিয়ে চলেছে দেশ। এদিনই দেশজুড়ে বিভিন্ন বিশিষ্ট মানুষের হাতে পদ্মসম্মান তুলে দেবেন রাষ্ট্রপতি । এবার পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পাচ্ছেন পদ্ম-সম্মান। সেই তালিকায় আছেন, শিল্পসংস্কৃতি থেকে বিজ্ঞান,সমাজ সেবা সহ বিভিন্ন ক্ষেত্রের মানুষরা।
- মিঠুন চক্রবর্তী
এবার পদ্মভূষণে সম্মানিত হচ্ছেন মিঠুন চক্রবর্তী । বাংলা ও হিন্দি ছবিতে তাঁর অসাধারণ অভিনয়ের জন্য সম্মানিত হবেন ৭৩ বছর বয়সের এই অভিনেতা। অভিনয় জগতে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার পাচ্ছেন তিনি।
- সত্যব্রত মুখোপাধ্যায়
মরণোত্তর পদ্মভূষণ পাচ্ছেন সত্যব্রত মুখোপাধ্যায়। বেঁচে থাকলে তাঁর বয়স হত ৯১। গত বছর ৩ মার্চ প্রয়াত হয় তিনি। সত্যব্রত মুখোপাধ্যায় ২০০০ সালে অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায় রাসায়নিক ও সার মন্ত্রী এবং পরে শিল্প ও বাণিজ্য মন্ত্রী হন। রাজ্য বিজেপির সভাপতিও ছিলেন তিনি।
- ঊষা উত্থুপ
ভারতীয় সঙ্গীতের গর্ব ও বাংলার সঙ্গীত দুনিয়ার উজ্জ্বল নক্ষত্র ঊষা উত্থুপ পাচ্ছেন পদ্মভূষণ। বাঙালির হৃদয়ে তাঁর জায়গা চিরকালীন।
- গীতা রায় বর্মন
পদ্মশ্রী পাচ্ছেন বিশিষ্ট রাজবংশী সঙ্গীত শিল্পী গীতা রায় বর্মন। ২৫ বছর ধরে সঙ্গীতজগতকে সমৃদ্ধ করেছেন তিনি।
- তাকদিরা বেগম
শিল্পে পদ্মশ্রী পাচ্ছেন তাকদিরা বেগম। তাঁর কাঁথা কাজ ভারতবন্দিত। বাংলা তথা ভারতের এই সাবেকি সূচিশিল্প নতুন প্রাণ পেয়েছে শিল্পীর হাতে।
- নারায়ণ চক্রবর্তী
বাংলা থেকে বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে পদ্মশ্রী পাচ্ছেন নারায়ণ চক্রবর্তী। আর্সেনিক দূষণ নিয়ে সারা ভারতে উল্লেখযোগ্য কাজ করেছেন তিনি ৬৯ বছর বয়সের এই বিজ্ঞানী।
- রতন কাহার
রতন কাহার পদ্মশ্রী পুরস্কৃত হচ্ছেন লোকসঙ্গীতে বিশেষ অবদানের জন্য। ভাদু গানে তাঁর অবদানের জন্য এই সম্মান। 'বড়লোকের বিটি লো' গানের জন্য খ্যাত তিনি।
- দুখু মাঝি
সামাজিক কাজের জন্য পদ্মশ্রী সম্মানে পুরস্কৃত হচ্ছেন পুরুলিয়ার দুখু মাঝি। তিনি শখ, নেশা ও অক্সিজেনের খোঁজ, ১৫ বছর থেকে গাছ লাগিয়ে চলেছেন বছর আশির দুখু মাঝি। বন সংরক্ষণ ও গাছ লাগানোর সুবাদে বনদফতর সহ বিভিন্ন জায়গা থেকে পেয়েছেন একাধিক পুরস্কার, মানপত্র।
- সনাতন রুদ্র পাল
পদ্মশ্রী পাবেন জনপ্রিয় শিল্পী সনাতন রুদ্র পাল। কুমোরটুলিতে ৫ দশকেরও বেশি সময় ধরে কাজ করে চলেছেন তিনি।
- একলব্য শর্মা
বাংলা থেকে বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে পদ্মশ্রী পাচ্ছেন একলব্য শর্মা । হিন্দুকুশ হিমালয় অঞ্চলে কাজ করে চলেছেন এই পরিবেশবিদ।
- নেপালচন্দ্র সূত্রধর
ছৌ নাচের মুখোশ শিল্পী নেপালচন্দ্র সূত্রধর পাচ্ছেন মরণোত্তর পদ্মসম্মান। পুরুলিয়ার গ্রামে তাঁর নাম সকলেই জানে। তাঁর হাতের ছৌ মুখোস ভারত-প্রসিদ্ধ।