হিন্দোল দে, বাচ্চু দাস, শিলিগুড়ি :  বিজেপির পথ অবরোধ কর্মসূচি ঘিরে শিলিগুড়িতে উত্তপ্ত হল পরিস্থিতি।  শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ দলীয় নেতা কর্মীদের নিয়ে সফদর হাসমি চকে বসে পড়েন। সেখান থেকে পুলিশ তাঁদের সরিয়ে দেয়।  গ্রেফতার করা হয় শঙ্কর ঘোষ ও মাটিগাড়া নকশালবাড়ির বিজেপি বিধায়ক আনন্দময় বর্মনকে।  



এরপর তাঁদের শিলিগুড়ি থানায় নিয়ে যাওয়া হলে বিজেপি নেতা কর্মীরা থানার মধ্যে বসেই ধন ধান্যে পুষ্পে ভরা গান গাইতে শুরু করেন। তালি দিয়ে সঙ্গত করেন বিধায়ক আনন্দময় বর্মন।  


অন্যদিকে, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে বনধকে ঘিরে উত্তেজনা। আজ সকাল সাড়ে ৭টা নাগাদ তপনের বিজেপি বিধায়ক বুধরাই টুডুর নেতৃত্বে বনধ সমর্থকরা বালুরঘাটের সরকারি বাসস্ট্যান্ডের সামনে পিকেটিং করেন। সেইসময় পুলিশের বিশাল বাহিনী গেলে বনধ সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়।  বিজেপি বিধায়ককে পাঁজাকোলা করে তুলে সরিয়ে দেয় পুলিশ। বালুরঘাটে সরকারি বাস চললেও বেসরকারি বাসস্ট্যান্ড ফাঁকা। দোকানপাট বেশিরভাগ বন্ধ।  


বালুরঘাটের ট্যাঙ্ক মোড়ে বিজেপি কর্মীদের ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ জেলা নেতারা বসে পড়েন রাস্তায়।  পুলিশ তাঁদের সরাতে গেলে শুরু হয়ে যায় ধস্তাধস্তি। উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কিও হয়।