মুন্না আগরওয়াল, শুভেন্দু ভট্টাচার্য. কোচবিহার : পুরভোটে অশান্তির অভিযোগে আজ ১২ ঘণ্টা রাজ্য জুড়ে বনধের ডাক দিয়েছে বিজেপি।শিলিগুড়িতে বিজেপির ডাকা বন্‍‍ধ ঘিরে উত্তেজনা। সরাকরি বাস চলাচলে বাধা। রাস্তায় মিছিলে হাজির বিজেপি নেতা শঙ্কর ঘোষ।


যদিও কোচবিহার শহরে বনধের তেমন প্রভাব পড়েনি।  রাস্তায় রয়েছে সরকারি বাস, অটো, টোটো। তবে বেসরকারি বাস বন্ধ রয়েছে। শহরের রাস্তায় চলছে পুলিশের টহল।  তবে সকাল সোওয়া ৭টা নাগাদ কোচবিহার শহরের পাওয়ার হাউস এলাকায় কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে কর্মীদের নিয়ে সরকারি বাস আটকে দেন। পরে পুলিশ গিয়ে তাঁদের সরিয়ে দেয়।  



 


দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে বনধকে ঘিরে উত্তেজনা। আজ সকাল সাড়ে ৭টা নাগাদ তপনের বিজেপি বিধায়ক বুধরাই টুডুর নেতৃত্বে বনধ সমর্থকরা বালুরঘাটের সরকারি বাসস্ট্যান্ডের সামনে পিকেটিং করেন। সেইসময় পুলিশের বিশাল বাহিনী গেলে বনধ সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়।  বিজেপি বিধায়ককে পাঁজাকোলা করে তুলে সরিয়ে দেয় পুলিশ। 
বালুরঘাটে সরকারি বাস চললেও বেসরকারি বাসস্ট্যান্ড ফাঁকা।  দোকানপাট বেশিরভাগ বন্ধ।  


বালুরঘাটের ট্যাঙ্ক মোড়ে বিজেপি কর্মীদের ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ জেলা নেতারা বসে পড়েন রাস্তায়।  পুলিশ তাঁদের সরাতে গেলে শুরু হয়ে যায় ধস্তাধস্তি। উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কিও হয়।  


 



রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করা বলা হয়েছে, সোমবার সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত সব অফিস খোলা থাকবে। বন্‍‍ধের দিন কর্মীরা না এলে বেতন কাটা হবে ও চাকরি জীবন থেকে এক দিন কাটা যাবে। তবে, কোনও কর্মী হাসপাতালে ভর্তি থাকেন, পরিবারের কেউ গুরুতর অসুস্থ হলে কিংবা মৃত্যু হলে অথবা ২৫ ফেব্রুয়ারির আগে থেকে ছুটিতে থাকলে বা আগে থেকে মঞ্জুর হওয়া ছুটিতে থাকলে তিনি এই নিয়মের আওতায় পড়বেন না। সোমবার পরিবহণ ব্যবস্থাকে স্বাভাবিক রাখা হবে।