নয়াদিল্লি: পুজোর পরই বাংলা-সহ গোটা দেশে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা প্রকাশ করছেন চিকিৎসক-বিশেষজ্ঞরা। রাজ্যের করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে পুজোর মুখে পশ্চিমবঙ্গে ফের আসছে কেন্দ্রীয় দল। পাশাপাশি ওই দল যাবে কর্নাটক, কেরল, রাজস্থান ও ছত্তীসগঢ়েও।
শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, করোনা সংক্রমণ রোধে বিভিন্ন দিক থেকে রাজ্যগুলিকে সাহায্য করবেন এই প্রতিনিধিরা। রাজ্যের কন্টেনমেন্ট ব্যবস্থা, সংক্রমণের ওপর নজরদারি, করোনা পরীক্ষার সংখ্যা বাড়ানোর ব্যাপারে পরামর্শ দিতে পারেন তাঁরা। একইসঙ্গে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, কেন্দ্রীয় দলগুলি সঠিক সময়ে রোগ নির্ণয় এবং তার চিকিৎসার ক্ষেত্রেও সাহায্য করবে।
কেন্দ্রের প্রতিটি দলে একজন করে যুগ্ম সচিব (সংশ্লিষ্ট রাজ্যের নোডাল অফিসার), জনস্বাস্থ্যের দিকগুলি দেখাশোনার জন্য একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ থাকবেন। রাজ্যে সংক্রমণ প্রতিরোধে কীরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে বা ক্লিনিকাল ম্যানেজমেন্ট প্রোটোকল ঠিকঠাক পালন করা হচ্ছে কি না তা দেখার জন্য থাকবেন একজন ক্লিনিশিয়ান। বৃহস্পতিবার একদিনে পশ্চিমবঙ্গে খোঁজ মিলেছে ৩,৭২০ জন করোনা রোগীর। বৃহস্পতিবার পর্যন্ত বাংলায় মোট আক্রান্তের সংখ্যা ৩,০৯,৪১৭। মোট সুস্থ, ২,৭১,৫৬৩। মোট মৃত্যু ৫,৮৭০।
করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে ফের বাংলায় আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Oct 2020 05:30 PM (IST)
পুজোর পরই বাংলা-সহ গোটা দেশে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা প্রকাশ করছেন চিকিৎসক-বিশেষজ্ঞরা।
NEXT
PREV
বাংলা (bengal) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -