আশাবুল হোসেন ও কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: করোনা আবহে স্কুল খোলা নিয়ে রাজ্য সরকার ভাবনাচিন্তা করবে কালীপুজোর পর। জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাত্‍ কালীপুজো পর্যন্ত বন্ধ স্কুল।


তবে স্কুল খুললে কী কী স্বাস্থ্য বিধি মানতে হবে, তার নির্দেশিকা তৈরি করে ফেলেছে সরকার। স্কুল খুললে একসঙ্গে সব ক্লাস শুরু হবে, না কি নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস আগে শুরু হবে, তা নিয়েও শুরু হয়েছে আলোচনা।

মুখ্যমন্ত্রী বলেছেন,স্কুল নিয়ে কালীপুজোর পর ভাবা যাবে।এখন ভাবা যাচ্ছে না।.... কারণ পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি ।

স্কুল না খুললেও, সেখানে অবশ্য পৌঁছে গিয়েছে মাস্ক। সরকার সিদ্ধান্ত নিয়েছে, করোনা আবহে মাস্ক দেওয়া হবে  মিড ডে মিলের চাল-আলুর সঙ্গে। সেই প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে। অভিভাবকদের স্কুলে এসে তা সংগ্রহ করতে হবে।

দীর্ঘ ৬ মাস ধরে স্কুল বন্ধ। সরকারি থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পড়াশোনা অনলাইন নিৰ্ভর। পরীক্ষা পর্যন্ত বাড়িতে বসে অনলাইনে। ডিসেম্বরের আগে রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়ে শুর হচ্ছে না শিক্ষাবর্ষ। এই প্রেক্ষাপটে স্কুল কবে খুলবে তা নিয়েই চলছে ভাবনা চিন্তা।