সুনীত হালদার, হাওড়া: উলুবেড়িয়া আদালতের বার অ্যাসোসিয়েশন দখল করল বিরোধীরা। ১৮ টি আসনের মধ্যে ১১ টি আসনে জয়ী হল বিরোধীরা। সভাপতি, সহ-সভাপতি, সম্পাদক সহ সমস্ত গুরুত্বপূর্ণ পদে বিরোধীরা জয়ী হয়েছেন। সাগরদিঘির ফলাফলের পর গত শনিবার বার অ্যাসোসিয়েশনের নির্বাচন হয়েছিল। সোমবার সেই নির্বাচনের ফল ঘোষণা হয়। তাতেই দেখা যায় উলুবেড়িয়া বার কাউন্সিল বিরোধীরা ছিনিয়ে নিল শাসক শিবিরের কাছ থেকে। প্রসঙ্গত বাম ও বিজেপি একসঙ্গে জোট করেছিল বার বাঁচাও কমিটি নামে। এর আগে এই বোর্ড শাসক পক্ষের ছিল। জয়ী প্রার্থীরা আগামীদিনে সকলকে নিয়ে একসঙ্গে কাজ করবেন বলে জানিয়েছেন। প্রসঙ্গত গত বোর্ডে বিরোধীদের ছিল ২ টি আসন। এইবারে বিরোধীপক্ষ পেল ১১টি এবং শাসক পক্ষের সমর্থিত প্যানেল পেল ৭ টি আসন।


সাগরদিঘি উপ নির্বাচনে জয়ী কংগ্রেস প্রার্থী


সাগরদিঘি (Sagardighi) উপনির্বাচনে ২২ হাজার ৯৮০ ভোটে জয়ী হয়েছিলেন কংগ্রেসের বায়রন বিশ্বাস । তৃণমূলকে (Tmc) হারিয়ে সাগরদিঘি (Sagardighi) উপনির্বাচনে জয়ী বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী । ২০২১-র ভোটের পরে বিধানসভায় যাচ্ছে কংগ্রেসের প্রতিনিধি । ২২ হাজারের বেশি ভোটে কংগ্রেসের (Congress) কাছে সাগরদিঘিতে হার তৃণমূল প্রার্থীর (Tmc)।


নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এখনও পর্যন্ত পাওয়া সরকারি তথ্য অনুযায়ী, প্রথম রাউন্ডের শেষে কংগ্রেস প্রার্থী পেয়েছেন ৫৪৫৯টি ভোট। তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায় প্রথম রাউন্ডে পেয়েছেন ৪৯৪৪টি ভোট। প্রথম রাউন্ডে বিজেপি প্রার্থী দিলীপ সাহা পেয়েছেন ২১৪২টি ভোট।


প্রসঙ্গত, ২০১১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুব্রত সাহা নিজের নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএম এর প্রার্থী ইসমাইল শেখকে ৪ হাজার ৫৭৪ ভোটের ব্যবধানে হারিয়েছিলেন। ২০১৬6 সালে অবার সুব্রত সাহা তৃণমূল কংগ্রেসের প্রার্থী হন। তখন তিনি কংগ্রেস প্রার্থী আমিনুল ইসলামকে ৫ হাজার ২১৪ ভোটে পরাজিত করেছিলেন। কিন্তু ২০২১ সালে গত দশ বছরের রেকর্ড ভেঙে দিয়ে অবার সেই সুব্রত সাহা বিজেপির প্রার্থী কল্পনা ঘোষকে ৫০ হাজার ২০৬ ভোটে পরাজিত করেন। সুব্রত সাহার মৃত্য়ুর পর এই কেন্দ্রে উপনির্বাচন হয়েছে। সকাল আটটা থেকে সাগরদিঘিতে শুরু হয়েছে গণনা। নিয়মমাফিক স্ট্রং রুমের লাগোয়া তৈরি হয়েছে গণনা কেন্দ্র। বাইরে  ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। ২৪৬ টি বুথ এবং ১৬ টি টেবিলে মোট ১৬টি রাউণ্ড গণনা করা হবে।