North Bengal Bandh Live Updates: বিজেপির ১২ ঘণ্টার উত্তরবঙ্গ বনধ , শিলিগুড়িতে সরকারি বিজ্ঞাপন ছিঁড়ে পোড়ানোর পর বিজেপি ও তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ

বিজেপির উত্তরকন্যা অভিযান ঘিরে ধুন্ধুমার শিলিগুড়ি থেকে ফুলবাড়ি। অভিযানে এক দলীয় কর্মীর মৃত্যুও হয়েছে বলে অভিযোগ বিজেপির।প্রতিবাদে মঙ্গলবার ১২ ঘণ্টার উত্তরবঙ্গ বনধের ডাক দিয়েছে গেরুয়া শিবির।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 08 Dec 2020 01:05 PM
শিলিগুড়িতে বিজেপির ডাকা বন্‍‍ধে উত্তেজনা। এমজি মোড়ে সরকারি বিজ্ঞাপন ছিঁড়ে পুড়িয়ে দেন বিজেপি কর্মীরা। তারপরেই তৃণমূল বনাম বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে শুরু হয় সংঘর্ষ। ব্যাপক হাতাহাতিতে জড়িয়ে পড়ে দু’পক্ষ।
শিলিগুড়ির মহাত্মা গাঁধী মোড়ে পর্যটকদের গাড়ি আটকায় বিজেপি কর্মীরা। গাড়ির সামনে বসেছিলেন কর্তব্যরত মহিলা এএসআই। তাঁকে জোর করে গাড়ি থেকে নামিয়ে দেন বিজেপি কর্মীরা। এরপরই শুরু হয় পথ অবরোধ।
এমজি মোড়ে সরকারি বিজ্ঞাপন ছিঁড়ে পুড়িয়ে দেন বিজেপি কর্মীরা।
শিলিগুড়িতে সকাল থেকে দোকানপাট বন্ধ। রাস্তায় গাড়ির সংখ্যা কম। সকাল ১০টায় শিলিগুড়ি শহরে বিজেপির প্রতিবাদ মিছিল।
উত্তরবঙ্গে বিজেপি কর্মীর মৃত্যুর প্রতিবাদে বেলঘরিয়ায় বিজেপির মহিলা মোর্চার পথ অবরোধ ঘিরে উত্তেজনা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিক্ষোভকারীদের। কয়েকজনকে আটক করায় বেলঘরিয়া থানা ঘেরাও করেন বিজেপির মহিলা কর্মীরা।
উত্তরবঙ্গ বনধে মালদায় বিজেপি কর্মীদের দাদাগিরি। সকাল ১০টা নাগাদ সদর ডাকঘর বন্ধ করে দেয় বিজেপি কর্মীরা। ডাক বিভাগের কর্মীদের বের করে দিয়ে তালা লাগিয়ে দেওয়া হয়।
গাজোলের ময়নার কাছে ৩৪ নম্বর সড়ক অবরোধ করে রাখেন বিজেপি কর্মীরা।
জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানোয় বৈষ্ণবনগরে বিজেপি বিধায়ক স্বাধীন সরকারকে আটক করে পুলিশ।
ইংরেজবাজারের পোস্ট অফিস মোড় এলাকায় কংগ্রেসের শহর সভাপতির গাড়ি আটকে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। কংগ্রেস নেতাকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। যদিও বিজেপির দাবি, তাঁরা শান্তিপূর্ণভাবেই বিক্ষোভ দেখান।
পুরাতন মালদার মঙ্গলবাড়ি এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে পুলিশের সামনেই বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। পাল্টা ভারত বনধের সমর্থনে ওই এলাকাতেই জাতীয় সড়ক অবরোধ করে বামেরাও।
বালুরঘাটে জোর করে দোকান বন্ধের চেষ্টার অভিযোগ বিজেপির বিরুদ্ধে।

মালদায় বিজেপির ডাকা বন্‍‍ধে অশান্তি। শহরের জেলা সদর ডাকঘর বন্ধ করে দেন বিজেপি কর্মীরা।ডাক বিভাগের কর্মীদের বাইরে বার করে দরজায় তালা।
বৈষ্ণবনগরে বিজেপি বিধায়ককে আটক করল পুলিশ।জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানোর সময় আটক।
বিজেপির ডাকা বনধে প্রভাব শিলিগুড়িতে

কোচবিহারের মাথাভাঙায় পথ অবরোধ বিজেপির
দলীয় কর্মীর মৃত্যুতে ডাকা উত্তরবঙ্গ বনধের সমর্থনে সকালে আলিপুরদুয়ার শহরে সরকারি বাস ডিপোর গেট বন্ধ করে পিকেটিং শুরু করেন বিজেপি কর্মীরা। অসমের বারোবিশা সীমানায় জাতীয় সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি।
বিজেপির ডাকা উত্তরবঙ্গ বনধের আংশিক প্রভাব পড়েছে শিলিগুড়িতে। সকাল থেকে দোকানপাট বন্ধ। রাস্তায় গাড়ির সংখ্যা কম। সকাল ১০টায় শিলিগুড়ি শহরে বিজেপির প্রতিবাদ মিছিল।
বিজেপির ডাকা বনধে সকাল থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত অশান্তি।

পুরাতন মালদার মঙ্গলবাড়ি এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে পুলিশের সামনেই বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা।
সকালে কোচবিহার শহরে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার কেন্দ্রীয় বাস টার্মিনাসে বিজেপি কর্মীরা পিকেটিং শুরু করেন। সরকারি বাস আটকে দেওয়ায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয়। মাথাভাঙায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন বিজেপি কর্মীরা।

প্রেক্ষাপট

শিলিগুড়ি:   বিজেপির  উত্তরকন্যা অভিযান ঘিরে ধুন্ধুমার শিলিগুড়ি থেকে ফুলবাড়ি। অভিযানে এক দলীয় কর্মীর মৃত্যুও হয়েছে বলে অভিযোগ বিজেপির।প্রতিবাদে মঙ্গলবার ১২ ঘণ্টার উত্তরবঙ্গ বনধের ডাক দিয়েছে গেরুয়া শিবির।

বিজেপির অভিযান ঘিরে গতকাল শিলিগুড়ি ও ফুলবাড়িকে কার্যত দূর্গে পরিণত করেছিল পুলিশ।ফুলবাড়িতে জলকামান ও বিশাল পুলিশ মোতায়েন ছিল।সেখানেই তাদের কর্মী উলেন রায়ের মৃত্যু হয়েছে বলে দাবি বিজেপির। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দাবি, পুলিশ পাখি মারার ছররা গুলি চালিয়েছে। পুলিশের সঙ্গে দুষ্কৃতীরা মিশে ছিল। নন্দীগ্রামের কায়দায় গুলি চালানো হয়েছে। পুলিশ ওপর থেকে বোমা ছুঁড়েছে।

বিজেপি নেতা শমীক ভট্টাচার্য অভিযোগ করেন, পুলিশের লাঠির আঘাতে দলের ওই কর্মীর মৃত্যু হয়েছে। এর প্রতিবাদে মঙ্গলবার উত্তরবঙ্গ বনধের ডাক দেয় বিজেপি।

পাল্টা বিজেপির বিরুদ্ধেই হিংসাত্মক আন্দোলনের অভিযোগ তুলেছে রাজ্য পুলিশ। ট্যুইটারে তাদের তরফে দাবি করা হয়েছে,শিলিগুড়িতে একটি রাজনৈতিক দলের সমর্থকরা (বিজেপি) প্রতিবাদ কর্মসূচির সময় হিংসাত্মক ভূমিকা পালন করেছেন। আগুন জ্বালানোর পাশাপাশি, গুলি চালানো ও সরকারি সম্পত্তি ভাঙচুর করা হয়েছে।  পাশাপাশি যাবতীয় অশান্তির দায় বিজেপির ওপরই চাপিয়েছে তৃণমূল।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.