আশাবুল হোসেন, রাজা চট্টোপাধ্য়ায় ও সনৎ ঝা, কলকাতা :পঞ্চায়েত ভোট ( Panchayat Vote ) যত এগিয়ে আসছে, নিয়োগ দুর্নীতিকাণ্ডে তৃণমূল ( TMC ) সরকারের ওপর ততই চাপ বাড়াচ্ছে বিরোধীরা। এই পরিস্থিতিতে, যাবতীয় আক্রমণের মুখে ফের কার্যত নিজেকে এগিয়ে দিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ( Mamata Banerjee ) । বললেন, ' যা ইচ্ছে আমাকে দুবেলা গালাগালি দিন। দরকার হলে মারুনও আমাকে। আমি তার জন্য় কিছু মাইন্ড করব না। কিন্তু প্লিজ, দয়া করে রাজ্য়টার বদনাম করে, ছাত্র যৌবনের খাবার অধিকারটা কেড়ে নেবেন না '
নিয়োগ দুর্নীতি ইস্য়ুতে তৃণমূলনেত্রীর এদিনের মন্তব্য়ের মধ্য়ে পুরনো কৌশলের ছায়া দেখছেন অনেকে। ২০১৬ সালের বিধানসভা ভোটের আগে, নারদ-ফুটেজ নিয়ে রাজ্য় রাজনীতি যখন তোলপাড়, বিরোধীরা যখন একযোগে সরব, তখনও ঠিক এভাবেই নিজের ওপর বাজি ধরেছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। বলেছিলেন, '২৯৪ টি কেন্দ্রে প্রার্থী আমিই, আমাকে ভোট দিন। সব দায় এবং দায়িত্ব আমার।'
আরও পড়ুন :
২০০৭ থেকে ২২, গুজরাতের মুখ্যমন্ত্রী থেকে ভারতের প্রধানমন্ত্রী, বিরোধীদের জবাব দিতে মোদিকে নিয়ে নয়া ভিডিওপ্রকাশ BJP র
২০২১-এর বিধানসভা ভোটের আগেও, বিজেপি যখন সর্বশক্তি নিয়ে এরাজ্য়ে ঝাঁপিয়েছিল, তখনও তার মোকাবিলায় ফের নিজের ওপরই ভরসা রেখেছিলেন তৃণমূলনেত্রী। বলেছিলেন, আমিই যদি নন্দীগ্রামে দাঁড়াই কেমন হয় ? ২৯৪টি আসনে আমিই প্রার্থী ! পর্যবেক্ষকদের মতে, এখন বকেয়া ডিএ থেকে নিয়োগ দুর্নীতি ইস্য়ুতে তৃণমূল সরকার যখন চাপে, তখনও ফের সেই পথেই হাঁটছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। কদিন আগে বকেয়া ডিএ প্রসঙ্গে বিধানসভায় তিনি বলেছিলেন, ' আমাকে যদি পছন্দ না হয়, তাহলে আমার মুণ্ডটা কেটে নিন। কিন্তু এর থেকে বেশি আমার থেকে আর পাবেন না। '
এবার নিয়োগ দুর্নীতি নিয়েও কার্যত সেই পন্থাই নিলেন তিনি। বললেন, 'আমাকে আপনাদের পছন্দ না হতে পারে। আমার পার্টিকে আপনাদের পছন্দ না হতে পারে। আমার গরমেন্ট এত মানবিক কাজ করার পরও আপনাদের পছন্দ না হতে পারে। কিন্তু ওদের চাকরি খাবেন না'
নিয়োগ দুর্নীতি ইস্য়ুতে, এতদিন মামলা কিংবা কেন্দ্রীয় এজেন্সির তদন্ত নিয়ে একাধিকবার সুর চড়িয়েছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। তবে এবার যেভাবে তিনি আদালতের নির্দেশে চাকরিচ্য়ুতদের হয়ে সওয়াল করলেন, তা কার্যত বেনজির বলেই মনে করছেন অনেকে।