Manish Shukla's Murder case Updates: মণীশ শুক্ল খুনে এফআইআরে নাম টিটাগড় ও ব্যারাকপুরের ২ পুর প্রশাসকের

বিজেপি নেতা মণীশ শুক্লর খুনে ২ জনকে গ্রেফতার।২ জনকে গ্রেফতার করল সিআইডি।ধৃতদের নাম মহম্মদ খুররম ও গুলাব শেখ।মণীশ শুক্লর সঙ্গে পুরনো শত্রুতা ছিল দুজনের। সেই কারণে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়,খবর পুলিশ সূত্রে।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 06 Oct 2020 03:15 PM

প্রেক্ষাপট

উত্তর ২৪ পরগনা:  বিজেপি নেতা মণীশ শুক্লর খুনে ২ জনকে গ্রেফতার।২ জনকে গ্রেফতার করল সিআইডি।ধৃতদের নাম মহম্মদ খুররম ও গুলাব শেখ।মণীশ শুক্লর সঙ্গে পুরনো শত্রুতা ছিল দুজনের। সেই কারণে জিজ্ঞাসাবাদের...More

মণীশের বাবার অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের। টিটাগড়ে মণীশ শুক্ল খুনে এফআইআরে ২ তৃণমূল নেতা।এফআইআরে নাম ২ তৃণমূল পুর প্রশাসকের।নাম রয়েছে টিটাগড়ের পুর প্রশাসক প্রশান্ত চৌধুরীর।নাম রয়েছে ব্যারাকপুরের পুর প্রশাসক উত্তম দাসেরও।এফআইআরে নাম রয়েছে ধৃত অভিযুক্ত খুররমের।