Manish Shukla's Murder case Updates: মণীশ শুক্ল খুনে এফআইআরে নাম টিটাগড় ও ব্যারাকপুরের ২ পুর প্রশাসকের
বিজেপি নেতা মণীশ শুক্লর খুনে ২ জনকে গ্রেফতার।২ জনকে গ্রেফতার করল সিআইডি।ধৃতদের নাম মহম্মদ খুররম ও গুলাব শেখ।মণীশ শুক্লর সঙ্গে পুরনো শত্রুতা ছিল দুজনের। সেই কারণে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়,খবর পুলিশ সূত্রে।
প্রেক্ষাপট
উত্তর ২৪ পরগনা: বিজেপি নেতা মণীশ শুক্লর খুনে ২ জনকে গ্রেফতার।২ জনকে গ্রেফতার করল সিআইডি।ধৃতদের নাম মহম্মদ খুররম ও গুলাব শেখ।মণীশ শুক্লর সঙ্গে পুরনো শত্রুতা ছিল দুজনের। সেই কারণে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়,খবর পুলিশ সূত্রে। জিজ্ঞাসাবাদে তাদের বয়ানে বেশ কিছু অসঙ্গতি পাওয়া যায়। এরপরই তাদের গ্রেফতার করা হয়। আজ সকালে গ্রেফতার করল সিআইডি।এই খুনের পিছনে আর কারা রয়েছে, তা ধৃতদের জিজ্ঞাসাবাদে জানতে পারা যাবে বলে মনে করছে পুলিশ।
রবিবার রাতে টিটাগড় থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে খুন হন ব্যারাকপুর শিল্পাঞ্চলে বিজেপির দাপুটে এবং বাহুবলী নেতা মণীশ শুক্ল। সেই ঘটনা ঘিরে সোমবার দিনভর আগুন জ্বলল টিটাগড়জুড়ে এবং খড়দার একাংশে।পড়ল বোমা।পুলিশকে লক্ষ্য করে উড়ে এল কাচের বোতল।
বিধানসভা ভোটের আগে, বিজেপি সাংসদ অর্জুন সিংহর ডান হাত বলে পরিচিত মণীশ শুক্লকে যেভাবে ভরসন্ধেয়, টিটাগড় থানার কাছে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে, তা নিয়ে এখন তোলপাড় ব্যারাকপুর শিল্পাঞ্চল। পুলিশ সূত্রে খবর, রবিবার সন্ধেয় হাওড়ার একটি সভায় অর্জুন সিংহর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি নেতা মণীশ শুক্ল।
সেখান থেকে অর্জুনের সঙ্গেই গাড়ি করে ফেরেন মণীশ। পুলিশ সূত্রে দাবি, ব্যারাকপুরের চিড়িয়ামোড়ের কাছে দু’টি বাইকে অপেক্ষা করছিল চার দুষ্কৃতী।
টিটাগড়ে মণীশকে গাড়ি থেকে নামিয়ে কলকাতার দিকে চলে যান অর্জুন সিংহ। মণীশ গাড়ি থেকে নামার পর দু’টি বাইক সেখান দিয়ে বিটি রোড ধরে খড়দার দিকে চলে যায়।মণীশ যে গাড়ি থেকে নেমেছেন, সেটা দেখে নেয় দুষ্কৃতীরা। একটু এগিয়ে ইউ টার্ন নিয়ে আবার টিটাগড়ের দিকে ফিরে আসে তারা। মণীশ তখন পার্টি অফিসের কাছে রাস্তার ওপর দাঁড়িয়ে। এবার মণীশের পজিশন দেখে নিয়ে, ফের তাঁকে পেরিয়ে ব্যারাকপুরের দিকে চলে যায় দুষ্কৃতীরা। কিছুটা দূর থেকে আবারও ইউ টার্ন নেয় দুষ্কৃতীদের দু’টি বাইক। এবার অপারেশনের ফাইনাল স্টেজ।
মণীশ শুক্লা রাস্তার যেদিকে দাঁড়িয়ে ছিলেন, বাইক দু’টিও এবার সেদিক দিয়েই আসে।
ভর সন্ধেয়, রাস্তার ওপর শ্যুটআউটে ঝাঁঝরা হয়ে যান অর্জুন-ঘনিষ্ঠ বিজেপি নেতা মণীশ। আর এই মারাত্মক ঘটনা যেখানে ঘটে, সেখান থেকে ঢিল ছোড়া দূরত্বে টিটাগড় থানা।
মাত্র কয়েক সেকেন্ডের ব্যাপার। কেউ কিছু বোঝার আগেই অপারেশন সেরে ঝড়ের গতিতে দু’টি বাইকে চড়ে বেরিয়ে যায় চার দুষ্কৃতী।
পুলিশ সূত্রে দাবি, রাস্তার সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে, দুষ্কৃতীরা বি টি রোড ধরে খড়দা অবধি গেছে। তারপর তারা কোনদিকে গেল, তা খতিয়ে দেখা হচ্ছে।
মামলার তদন্তভার তুলে দেওয়া হয়েছে সিআইডি-র হাতে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -