কমলকৃষ্ণ দে, জামালপুর: দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি-র জল ছাড়ার ফলে দামোদর নদের জল বাড়ায় নদ তীরবর্তী বেশ কিছু এলাকা প্লাবিত পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকে।


আরও পড়ুন: RG Kar Protest : 'আন্দোলন চলবে' নবম দিনেও রাস্তায় ধর্নায় জুনিয়র চিকিৎসকরা, আবার হতে পারে রাজ্যের সঙ্গে বৈঠক?


স্থানীয় বাসিন্দারা জানান,তাঁরা দামোদর ও মুণ্ডেশ্বরী এই দুটি নদীর মাঝে বসবাস করেন। গত কয়েকদিন ধরে প্রবল বর্ষণের ফলে মুণ্ডেশ্বরী নদীতে জলস্ফীতি হয়েছে। অন্যদিকে দামোদর নদে ডিভিসির ছাড়া জলে সমস্যা আরও বেড়েছে। দামোদরে জল বাড়ার ফলে জামালপুরের অমরপুর,উত্তর শিয়ালি,মুইদিপুর,কোড়া ও দ্বীপের মানা সহ নদের তীরবর্তী বিভিন্ন জায়গা জলমগ্ন। এর ফলে তাঁরা আতঙ্কে রয়েছেন। ডিভিসি থেকে যদি আরও জল ছাড়া হয় তাহলে পরিস্থিতির আরও অবনতি হবে বলে আশঙ্কা তাঁদের। পরিস্থিতি বিবেচনা করে ইতিমধ্যেই প্রশাসনের তরফে বেশ কিছু পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।


আরও পড়ুন: Howrah News: 'পুজোর মুখে বন্যা পরিস্থিতি..' ! ভাসতে পারে এই গ্রামগুলি, ২ লক্ষ ৫৭ হাজার কিউসেক জল ছাড়ল DVC


প্রসঙ্গত উল্লেখ্য, ডিভিসির ছাড়া জল ঢুকে ও বাঁধ ভেঙে ইতিমধ্যেই প্লাবিত হুগলি জেলার আরামবাগ মহকুমার বিস্তীর্ণ এলাকা। এর মধ্যে সবথেকে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে খানাকুলে। সেখানকার এক নম্বর ব্লকের ১১টি পঞ্চায়েত এলাকাই প্লাবিত হয়ে গেছে। ২ নম্বর ব্লকেও ৯টি গ্রাম পঞ্চায়েত এলাকা প্লাবিত হয়েছে। এর ফলে প্রচুর মানুষের বাড়ি ও চাষের জমিতে জল ঢুকে চরম ভোগান্তির মধ্যে পড়েছেন বাসিন্দারা। অনেক মানুষ প্লাবিত এলাকায় আটকে রয়েছেন। তাঁদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে প্রশাসনের তরফে।


আরও পড়ুন: West Bengal Weather : ভয়াবহ দিন ! ডুবছে বাড়িঘর, বিপন্ন জীবন, পুজোর আগে আরও দুর্যোগ?


স্থানীয় প্রশাসনের পাশাপাশি এনডিআরএফের সদস্যরা উদ্ধার কাজে নেমেছে। কোনও কোনও জায়গায় রাস্তা জলের তলায় চলে যাওয়ায় সাধারণ মানুষ নৌকা করে যাতায়াত করছেন। এরই মধ্যে ত্রাণ নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে দুর্গতদের মধ্যে। সরকারি ত্রাণ ঠিকঠাক দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তাঁদের। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: RG Kar Case : 'মোমবাতি নিয়ে সারারাত বসে থাকলে সরকার বদলানো যায় নাকি', এবার চিকিৎসকদের 'নাবালক - নাবালিকা' কটাক্ষ সৌগতর