রুমা পাল, উজ্জ্বল মুখোপাধ্যায় ও ঝিলম করঞ্জাই, বাগুইআটি: বাগুইআটির (Baguiati News) দুই মাধ্যমিক পরীক্ষার্থীর অপহরণ এবং খুনের ঘটনা নিয়ে শুরু হল রাজনীতিও। মঙ্গলবার নিহত ছাত্রের বাড়িতে গেলে বাধা দেওয়া হয় রাজ্য বিজেপি-র (BJP) সভাপতি সুকান্ত মজুমদারকে (Sukanta Majumdar)। বিক্ষোভের মুখে ফিরে যান সুকান্ত। অন্য দিকে, তাঁর ফিরে যাওয়ার পর মৃতের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেন স্থানীয় তৃণমূল (TMC) বিধায়ক অদিতি মুন্সী (Aditi Munshi)।


বাগুইআটিতে নিহতের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বিক্ষোভের মুখে সুকান্ত


বাগুইআটিকাণ্ডে এই মুহূর্তে প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। ১০০ শতাংশ দিচ্ছে বলে বার বার আশ্বস্ত করলেও, মর্গে থাকা দেহর কেন হদিশ পেল না পুলিশ, উঠছে প্রশ্ন। নিহত অতনুর বাবা পরিষ্কার বলেন, "পুলিশ আমাদের বলেছে আমরা হান্ড্রের পার্সেন্ট করেছি। এটা হান্ড্রের পার্সেন্ট করার ফল?" আর এক নিহত ছাত্র অভিষেকের মা বলেন,  "প্রতিদিন আমাদের অবহেলা করত। আমাদের অ্যালাউ করত না।"


তাতেই প্রশ্ন উঠে আসছে, সন্তানহারা পরিবারের এই যন্ত্রণার দায় কার? দুই কিশোরকে এই নির্মম পরিণতির শিকার হতে হল কেন? দু-দু’টো পরিবারকে এভাবে সন্তান হারাতে হল কেন? কী করছিল পুলিশ?


সেই আবহেই সোমবার নিহত অতনুর বাড়িতে যাওয়ার চেষ্টা করেন সুকান্ত। কিন্তু সেখানে তাঁকে দেখেই গো ব্যাক স্লোগান ওঠে। তীব্র বিক্ষোভের মুখে পড়েন। স্থানীয়রা বলতে শুরু করেন, "যাঁর বাচ্চা গিয়েছে, তাঁর বুক ফাটছে...এরা রাজনীতি করতে এসেছে!" তাতে শেষ পর্যন্ত অতনুর বাড়িতে ঢুকতে পারেনিন সুকান্ত। তার জন্য যদিও তৃণমূলকেই দায়ী করেন তিনি। ভাড়া করে লোক এনে তাঁকে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন। 


আরও পড়ুন: Baguiati : "এই পৃথিবীতে আমি যে একা হয়ে গেলাম", কান্নায় ভেঙে পড়লেন নিহত অতনুর মা !


বিক্ষোভের মুখে পড়ে সুকান্ত ফিরে যাওয়ার পর নিহতের বাড়িতে যান স্থানীয় তৃণমূল বিধায়ক অদিতি মুন্সী। নিহতের বাড়িতে গিয়ে পরিবারপরিজনদের সঙ্গে কথা বলেন। অদিতি জানান, যা ঘটেছে অত্যন্ত দুর্ভাগ্যজনক। দোষীরা যাতে কঠোর শাস্তি পায়, আগামী দিনে যাতে এমন ঘটনা আর না ঘটে, তা নিশ্চিত করে ছাড়বে রাজ্য সরকার।


এর আগে বসিরহাট জেলা হাসপাতালে যান বিধাননগর পুরসভার তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী। তিনি বলেন, "মায়ের কোল খালি হয়ে গেল। আমি প্রথম থেকেই পরিবারের সঙ্গে যোগাযোগে ছিলাম। পুলিশ কী করেছে আমরা জানি না। ওরা একটা অভিযোগ করছে। তদন্ত করে দেখা হবে।"


বাগুইআটিতে নিহত ছাত্রের পরিবারের সঙ্গে সাক্ষাৎ অদিতি মুন্সীর


বাগুইআটিকাণ্ডে এমনিতেই প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। তার মধ্যেই নিহতের পরিবারের সঙ্গে দেখা করা নিয়ে রাজনৈতিক টানাপোড়েনে অসন্তুষ্ট স্থানীয়রা। দুই ছাত্রকে অপহরণের পর খুনের ঘটনায় মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নেয় বাগুইআটি। অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর চালানো হয়। অতনু-অভিষেকের ছবি নিয়ে বিক্ষোভ দেখান তাদের পরিচিতরা। সন্ধেয় নিহত কিশোরের বাড়িতে যান রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের উপদেষ্টা সুদেষ্ণা রায়। তিনি বলেন, "আমরা দেখছি। ন্যক্কারজনক ঘটনা। পুলিশের গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে। সমন্বয়ের অভাব ছিল কি না আমরা জানতে চেয়েছি।"