Weather Update: আজ দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুরে। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, জেলার প্রায় সর্বত্রই দেখা যেতে পারে এই বৃষ্টি। সেই কারণে সারাদিন মেঘলা থাকবে আকাশ। হাওয়া অফিস বলছে, সকালেই ২৯ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে জেলার তাপমাত্রা। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ছাড়িয়েছে ৮৫ শতাংশ। সকাল থেকেই জেলার বাতাস বইছে ঘণ্টায় ৫ কিলোমিটার বেগে।
South Dinajpur Weather update: তবে দিনভর না হলেও দুপুরের পর থেকেই বৃষ্টি দেখা দিতে পারে দক্ষিণে। সেই ক্ষেত্রে জেলার সব জায়গায় বৃষ্টি নাও হতে পারে। এদিন সকাল থেকেই দক্ষিণের সর্বত্র (South Dinajpur) মেঘলা আকাশ রয়েছে। বাতাসে আদ্রতার পরিমাণ ছাড়িয়েছে ৮৮ শতাংশ। জেলায় ২৭ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে তাপমাত্রা। বাতাসের গতিবেগ রয়েছে ঘণ্টায় ৬ কিলোমিটার।
জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার: উত্তরবঙ্গের (North Bengal) তরাই অঞ্চলের অন্যতম উল্লেখযোগ্য জলপাইগুড়ি (Jalpaiguri) ও আলিপুরদুয়ার (Alipurduar) জেলা। এর মধ্যে জলপাইগুড়ি এটি একটি পুরসভা এলাকা। তিস্তা ও করলা নদীর তীরে অবস্থিত এই শহরটি। এই করলা (Karala River) নদীটিকে জলপাইগুড়ির টেমস নদী বলা হয়। অন্যদিকে আলিপুরদুয়ার (Alipurduar) জলপাইগুড়ি (Jalpaiguri) জেলারই একটি অংশ ছিল আগে। ২০১৪ সালের ২৫ জুন এই জেলা (District) গঠিত হয়। নতুন এই জেলাটি মাদারিহাট, বীরপাড়া, আলিপুরদুয়ার–১, আলিপুরদুয়ার–২, ফালাকাটা, কালচিনি ও কুমারগ্রাম এই ব্লকগুলো নিয়ে আলিপুরদুয়ার জেলা গঠিত। আপনি যদি এই দুটো জেলার মধ্যে কোনও একটির বাসিন্দা হন, তবে আপনার অবশ্যই জেনে নেওয়া প্রয়োজন আজকে কেমন আবহাওয়া থাকবে এই দুটো জেলায়। কোথায় কতটা গরম থাকছে, না কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বা প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা রয়েছে কি না...তা আগাম জানার প্রয়োজন রয়েছে। দৈনন্দিন এই জেলার আগাম আবহাওয়া (Weather Forecast) জানা থাকলে, অনেক কিছুরই সুবিধা হবে। তাই জেনে নিন একবার নিজের এলাকার আজকের আবহাওয়া সম্পর্কে।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গের ডুয়ার্স অঞ্চলের প্রধান অংশটি এখন নতুন জেলা আলিপুরদুয়ার। এই অঞ্চলের সৌন্দর্য কেবল তার চা বাগানের মধ্যেই নয় ঘন জঙ্গলেও দৃশ্যমান। বাঘ, গণ্ডার এবং হাতির হরিণ, বাইসন, পাখি এবং বিভিন্ন ধরণের সরীসৃপ অন্তর্ভুক্ত রয়েছে এর মধ্যে। এছাড়া উত্তরঙ্গে যাঁরা ঘুরতে আসেন, তাঁদের জন্যও এই দুটো জেলায় রয়েছে অনেক কিছু পর্যটনকেন্দ্র। তবে তার জন্যও আপনার জেনে নেওয়া প্রয়োজন যে কোন জেলার কেমন আবহাওয়া থাকবে।
আজ উত্তরবঙ্গের জেলার তাপমাত্রা কেমন ?
দার্জিলিঙে সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস।
কালিম্পঙে সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস।
কোচবিহার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস।
জলপাইগুড়িতে সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস।
আলিপুরদুয়ারে সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
আজ দক্ষিণবঙ্গের জেলার তাপমাত্রা কেমন ?
বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
বর্ধমানে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
পুরুলিয়াতে সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
নদিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।