Weather Update: সকাল থেকেই পরিষ্কার আকাশ দেখা যেতে পারে উত্তর দিনাজপুরে। বেলা বাড়তেই বাড়বে তাপমাত্রা। যার সঙ্গে আজ দোসর হতে পারে আদ্রতা। সকাল ৬ টার আবহাওয়া বলছে, জেলার বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ইতিমধ্য়েই ছাড়িয়েছে ৯১ শতাংশ। ৩ কিমি বেগে বইছে উত্তরের বাতাস। সকালের তাপমাত্রা ইতিমধ্যেই ২১ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। দুপুরের দিকে তাপমাত্রা বেড়ে ২৭ ডিগ্রি ছাড়াতে পারে। যার ফলে এক ঝটকায় অনেকটাই বেড়ে যাবে গরম।


South Dinajpur Weather update: উত্তরের প্রভাব পড়তে পারে দক্ষিণে। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আজ পরিষ্কার আকাশ দেখা যেতে পারে দক্ষিণ দিনাজপুরে। ইতিমধ্যেই ২২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেছে জেলার তাপমাত্রা। বাতাসের গতিবেগ রয়েছে ঘণ্টায় ৫ কিলোমিটার। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ছাড়িয়েছে ৯০ শতাংশ। আজ বেলা গড়াতেই বাড়তে পারে জেলার তাপমাত্রা। সেই ক্ষেত্রে সমস্য়া বাড়বে অনেকটাই।


হাওয়া অফিস বলছে, শনিবার পরিষ্কার আকাশ দেখা যেতে পারে এই দুই জেলায়। তবে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। রাতের দিকেও একই আবহাওয়া দেখা যাবে জেলায়। হাওয়া মোরগ বলছে, জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। রাতের দিকে তাপমাত্রা অনেকটাই কমে যেতে পারে। দিনের বেলা আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৯৩ শতাংশ, রাতে আপেক্ষিক আর্দ্রতা উঠতে পারে ৭৩ শতাংশে।


উত্তরবঙ্গের জেলার তাপমাত্রা


• দার্জিলিঙে সর্বোচ্চ তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস।
• কালিম্পঙে সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস।
• কোচবিহার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। 
• জলপাইগুড়ি সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস।
• আলিপুরদুয়ারের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।



দক্ষিণবঙ্গের জেলার তাপমাত্রা


• পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
• বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
• নদীয়ার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
• পশ্চিম মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
• বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।