Weather Update: জেলার একাংশে মেঘ থাকলেও আজ বৃষ্টির সম্ভাবনা কম উত্তর দিনাজপুরে। আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে, সকাল থেকে রোদ থাকতে পারে জেলায়। তবে কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সকাল ৬ টার আবহাওয়া জানাচ্ছে, জেলার বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ছাড়িয়েছে ৮৮ শতাংশ। ৬ কিমি বেগে বইছে উত্তরের বাতাস। সকালের তাপমাত্রা ইতিমধ্যেই ২৭ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। বেলার দিকে এই তাপমাত্রা অনেকটাই বাড়বে। সেই ক্ষেত্রে গরমে নাজেহাল হতে পারে জেলাবাসী।
South Dinajpur Weather update: একই পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণে। তবে হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, উত্তরে বৃষ্টি না হলেও সকালে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণে। জেলার তাপমাত্রা ইতিমধ্যেই ২৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। বাতাসের গতিবেগ রয়েছে ঘণ্টায় ৫ কিলোমিটার। হাওয়া অফিস বলছে, আজ দক্ষিণে সকাল থেকেই বৃষ্টি হতে পারে। বেলা বাড়তেই অবশ্য বদলে যেতে পারে পরিবেশ। সেই ক্ষেত্রে গরমে আদ্রতা ভোগাতে পারে জেলাবাসীকে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, ষষ্ঠী (Sashti) থেকে রাজ্যে বৃষ্টির (Rain) সম্ভাবনা। সপ্তমীতে (Saptami) দক্ষিণবঙ্গের কয়েক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, জানাল আলিপুর আবহাওয়া দফতর। সপ্তমী থেকে উত্তরবঙ্গের (North Bengal) সব জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, বৃষ্টি চলবে দশমী (Dasami) পর্যন্ত, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
২ বছরের করোনাকাল পেরিয়ে, এবার সাড়ম্বরে পালিত হচ্ছে দুর্গাপুজো"। বোধনের আগেই প্যান্ডেলে প্যান্ডেলে দর্শনার্থীদের ভিড়। কিন্তু, আনন্দের এই পুজোয় কি অসুর হয়ে উঠবে বৃষ্টি? বর্ষণে কি মাটি হবে পুজোর প্ল্যান? সেই আশঙ্কা ক্রমশ জোরালো হচ্ছে।
কী জানাল আলিপুর আবহাওয়া দফতর?
আবহাওয়া দফতরের পূর্বাভাস, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। যার জেরে ১ অক্টোবর ষষ্ঠীর দিন থেকে, দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২ অক্টোবর সপ্তমীতে আরও বাড়তে পারে বৃষ্টি। সপ্তমীতে দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অষ্টমী, নবমী, দশমীতেও রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের জেলার তাপমাত্রা
• দার্জিলিঙে সর্বোচ্চ তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস।
• কালিম্পঙে সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস।
• কোচবিহার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
• জলপাইগুড়ি সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস।
• আলিপুরদুয়ারের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
দক্ষিণবঙ্গের জেলার তাপমাত্রা
• পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
• বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
• নদীয়ার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
• পশ্চিম মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
• বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।