ঝিলম করঞ্জাই, কলকাতা: বুধবার ফের মৃত্যু হল ডেঙ্গি (Dengue) আক্রান্ত এক তরুণীর। বাড়ছে আক্রান্তের সংখ্যাও। এই পরিস্থিতিতে হাসপাতালে (Hospital) স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের জন্য, নতুন নির্দেশিকা দিল স্বাস্থ্য দফতর (Department of Health)। জেলার বাইরে যেতে হলে লাগবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের লিখিত অনুমতি। এর মধ্যে ডেঙ্গি আক্রান্ত হয়ে, মৃত্যুর দোরগোড়ায় পৌঁছেও, সুস্থ হয়ে ফিরলেন তেত্রিশ বছর বয়সী এক তরুণী।


পুজোর (Durga Pujo) আনন্দে মেতে উঠেছে মানুষ। প্যান্ডেলে প্যান্ডেলে মানুষের ঢল। রাস্তায় আলোর রোশনাই। কিন্তু, তারমধ্যেই ভয়ঙ্কর গতিতে ছড়াচ্ছে ডেঙ্গি। দিনে দিনে উদ্বেগ-আতঙ্কের আতঙ্কের কারণ হয়ে উঠেছে। চিকিৎসায় একটু দেরি হলেই, পরিস্থিতি গড়াচ্ছে মৃত্যু অবধি। বুধবারও ফের মৃত্যু হয়েছে ডেঙ্গি আক্রান্ত এক তরুণীর। তাঁর ডেথ সার্টিফিকেটে (Death Certificate) ডেঙ্গির উল্লেখ রয়েছে।


কী হয়েছিল? 


৩৮ বছর বয়সী সঙ্গীতা দেবীকে জ্বর নিয়ে রবিবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরিস্থিতির অবনতি হওয়ায় ভেন্টিলেশনেও দিতে হয়। কিন্তু, তাতেও শেষরক্ষা হয়নি। বুধবার তাঁর মৃত্যু হয়। তবে এরইমধ্যে অন্য খবরও রয়েছে। ডেঙ্গি আক্রান্ত হয়ে, কার্যত মৃত্যুর দোড়গোড়ায় পৌঁছে গেছিলেন ঠাকুরপুকুরের বাসিন্দা অর্পিতা সেনও। গত মাসের ১৭ তারিখ জ্বর নিয়ে তাঁকে একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। ৩-৪ দিনের মধ্যে অবস্থার চূড়ান্ত অবনতি হয়। মাল্টি অর্গ্যান ফেলিওরের মতো পরিস্থিতি তৈরি হয়। 


আরও পড়ুন, অপরাধীকে ধরতে হবে, শিক্ষক নিয়োগ মামলায় সিবিআইয়ের রিপোর্ট দেখে সন্তোষ প্রকাশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের


তখন নার্সিংহোম থেকে অর্পিতাকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে তিনি হৃদরোগে আক্রান্ত হন। চিকিৎসকরা কোনওমতে CPR দিয়ে তাঁকে প্রাণে বাঁচান। কিন্তু, পরিস্থিতির উন্নতি না হওয়ায় অর্পিতাকে ভেন্টিলেশনে দিতে হয়। দীর্ঘ দেড় মাসের লড়াইয়ের পর আস্তে আস্তে তিনি সুস্থ হন। বুধবার তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হল। চিকিৎসকরাও বলছেন, এত দিন লড়াই করে, ডেঙ্গি আক্রান্তের সুস্থ হওয়ার নজির সাম্প্রতিক অতীতে নেই।  


রাজ্যের ডেঙ্গি পরিসংখ্যান


বুধবার ৯১২ জন নতুন করে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৫৭। সূত্রের খবর, এখনও অবধি রাজ্যে ২৯ জন ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়েছে। ফলে পুজোর আনন্দে, কাঁটা হয়ে থেকে যাচ্ছে ডেঙ্গি।