কলকাতা: আর আহমেদ ডেন্টাল কলেজের হস্টেল সুপার র‍্যাগিংয়ে অভিযুক্ত! বিস্ফোরক অভিযোগ তুলেছে AIDSO। যদিও, অভিযুক্ত শুভজিৎ সাহার দাবি, এই অভিযোগ সত্যি নয়। প্রতিক্রিয়ার জন্য ফোন করা হলে, ফোন ধরেননি আর আহমেদ ডেন্টাল কলেজের অধ্যক্ষ।                                 


হস্টেল সুপার র‍্যাগিংয়ে অভিযুক্ত: যাদবপুর বিশ্ববিদ্যালয়, IIT খড়গপুর, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বালিগঞ্জ সায়েন্স কলেজে অত্যাচার এবং র‍্যাগিংয়ের চাঞ্চল্যকর অভিযোগ নিয়ে তোলপাড়ের মধ্যেই এবার বিস্ফোরক অভিযোগ উঠল কলকাতার আর আহমেদ ডেন্টাল কলেজ। র‍্যাগিংয়ে অভিযুক্তকে হস্টেল সুপার করার বিরোধিতায় সরব হয়েছে AIDSO। অভিযোগ উঠেছে,২০০৬ ব্যাচের চিকিৎসক শুভজিৎ সাহার বিরুদ্ধে। নদিয়ার হরিণঘাটার অভিযোগকারী চিকিৎসক ঝন্টু মণ্ডলের দাবি, ২০১৪ সালে তাঁকে হস্টেলে র‍্যাগিং করেছিলেন শুভজিৎ সাহা-সহ কয়েকজন। তাঁর দাবি, কোর্স শেষ হওয়ার পরও হস্টেলে থাকছিলেন শুভজিৎ।

অভিযোগকারী চিকিৎসক ঝন্টু মণ্ডল বলেন, “ঘটনাটা ২০১৪ সালের ২৬ এপ্রিল, সেদিন রাত ১২টার পরে, শুভজিৎ সাহা এখন যিনি আমাদের হাসপাতালের হস্টেল সুপার পদে রয়েছেন, তিনি আমাকে তাঁর রুম ডি ফোরে ডাকেন এবং ডেকে দেখি তিনি একা ঘরে নেই, আরও কয়েকজন তাঁর সাঙ্গোপাঙ্গো সেখানে উপস্থিত রয়েছে এবং ঘরে ঢোকা মাত্রই আমাকে বিভিন্ন রকম ভাবে শারীরিকভাবে, মানসিকভাবে আমাকে অত্যাচার করা হয়।’’                            

অভিযোগ, তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে বর্তমানে এই শুভজিৎ সাহাকেই আর আহমেদ ডেন্টাল কলেজের বয়েজ হস্টেলের সুপার করা হয়েছে। অভিযোগকারী চিকিৎসক বলেন, “আমি টিএমসিপি বা শাসকদল করতাম না, শাসক দল করতাম না বলে তাঁরা আমাকে এটাও শাসিয়েছিল যে, টিএমসিপি না করলে বা শাসক দলের ছত্রছায়ায় না থাকলে, হস্টেলে থাকা যাবে না।’’ এই ঘটনার প্রতিবাদে, গত ২২ মে ডেপুটেশন দেয় AIDSO। যদিও এবিষয়ে শুভজিৎ সাহার দাবি, “অভিযোগ হয়েছিল, অ্যান্টি র‍্যাগিং কমিটি তদন্ত করে অভিযোগ ভুল বলেছে। অভিযোগকারীর কোর্টে গেছিল, কোর্টও এই ব্যাপারা আমাদের মুক্তি দেয়। দোষ পায়নি।’’ এনিয়ে আর আহমেদ ডেন্টাল কলেজের অধ্যক্ষ তপন কুমার গিরিকে বারবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। উত্তর দেননি মেসেজেরও।


আরও পড়ুন: Jobs In West Bengal: রাজ্যে খাদ্য দফতরে সাব ইন্সস্পেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি, এঁরা করতে পারবেন আবেদন