কলকাতা: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে এনআইএ তদন্তের দাবিতে চিঠি। নিজেই ট্যুইট করে জানালেন শুভেন্দু। তাঁর অভিযোগ, 'পশ্চিমবঙ্গকে বোমা তৈরির শিল্পতালুকে পরিণত করেছে তৃণমূল কংগ্রেস'। শুধু তাই নয়, 'ভূপতিনগরে তৃণমূল বুথ সভাপতির বাড়িতে পুলিশি ঘেরাটোপ ছিল না, ফরেন্সিক দল আসার আগে প্রমাণ নষ্ট করতেই এই ছক', এমনও দাবি করেছেন শুভেন্দু। 


রবিবার শাহকে লেখা নিজের চিঠি ট্যুইটারে তুলে ধরেন শুভেন্দু। চার পাতার ওই চিঠিতে লেখা রয়েছে, 'এই ধরনের বিস্ফোরণের ঘটনা এখন রোজকার বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রত্যন্ত অঞ্চলের এমন কতশত ঘটনা ধামাচাপা দেওয়া হয়, তার ইয়ত্তা নেই। পশ্চিমবঙ্গকে বোমা তৈরির শিল্পতালুকে পরিণত করেছে তৃণমূল, তারাই এই সংস্কৃতিতে মদত জোগাচ্ছে'।



এ প্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায়েরও উল্লেখ করেন শুভেন্দু। তিনি লেখেন, ‘সম্প্রতি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় বোমা তৈরির ফর্মুলার কথাও শওনা যায় সৌগত রায়ের মুখে। ওঁর বক্তব্য ছিল, ‘১৯৬০-র সময় যে ফর্মুলায় বোমা তৈরি হত, আজও তারই ব্যবহার চলছে। কোনও পরিবর্তন হয়নি। পটাসিয়াম ক্লোরেট, পটাশ এবং আর্সেনিক ট্রাই সালফাইডকে নারকেলের দড়িতে বেঁধে টিনের বাক্সে পুরে রাখা হচ্ছে। এতকাল ধরে এমনই চলছে’।’


শুভেন্দুর দাবি, ‘বাংলা জুড়ে গান পাওডার এবং কাঁচামালের এমন সহজলভ্যতা এবং সার্বিক ব্যবহার উদ্বেগের বিষয়। উগ্রপন্থী এবং সন্ত্রাসী সংযোগ রয়েছে, এমন লোকজনও আকছার ধরা পড়ছে রাজ্যে। অবাধে রাজ্যে ঘুরে বেড়াচ্ছে তারা। আমাদের ভুললে চলবে না যে, ২০১৪ সালে বর্ধমানে জেলার খাগড়াগড় বিস্ফোরণে যুক্ত ছিল জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ (JMB) জঙ্গিরা’।


এ দিকে, ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে উত্তপ্ত রাজ্য-রাজনীতিও। বিজেপি-র অভিযোগ, তৃণমূল নেতার বাড়িতে বোমা বাঁধার সময় বিস্ফোরণ ঘটে। এটাই কি ডিসেম্বর ধামাকা? বিজেপি-র বিরুদ্ধে চক্রান্তের অভিযোগে পাল্টা প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাঁথিতে অভিষেকের সভার আগের রাতেই ভূপতিনগরের ভয়াবহ বিস্ফোরণ ঘটে। তাতে মৃত্যু হয় তৃণমূল নেতা-সহ তিন জনের। তা নিয়েই চলছে তরজা।