পূর্ব বর্ধমান: নিয়ন্ত্রণ হারিয়ে (Road Accident) বাইক আরোহীকে পিষে দিল ট্রাক। বাইকে ধাক্কা মারার পর বাড়িতে ধাক্কা। তাতে ভাঙল দেওয়াল। জখম ১ শিশু-সহ ২ জন। পূর্ব বর্ধমানের জামালপুরে ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটেছে।
কী ঘটল?
প্রাথমিক ভাবে জানা যায়, তারকেশ্বরে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে ধাক্কা দেয় ট্রাকটি। প্রতিবাদে মৃতদেহ আটকে বিক্ষোভ দেখান স্থানীয়রা। এই রাজ্যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা নেহাত কম ঘটে না। কিন্তু তার পরও নিয়ন্ত্রণ আনা যাচ্ছে না কেন? তা হলে কি প্রশাসন যথেষ্ট সতর্ক নয়? নাকি এত কিছুর পরও ট্রাফিক আইন সম্বন্ধে উদাসীন সাধারণ মানুষ? প্রশ্ন ওঠে, উত্তর মেলে না। শুধু মর্মান্তিক ঘটনার সংখ্যা বাড়তে থাকে।
দুর্ঘটনা বার বার...
গত কাল, সোমবারই যেমন নাতিকে নিয়ে স্কুল থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হয় দাদুর। মহেশতলার বজবজ ট্রাঙ্ক রোডে সাইকেলে ধাক্কা মারে একটি লরি। ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রৌঢ়ের, জখম হয় স্কুল পড়ুয়া। ঘাতক গাড়ির চালককে আটক করে পুলিশ। প্রতিদিনের মতো সোমবার দুপুরেও নাতিকে স্কুল থেকে আনতে গিয়েছিলেন দাদু। কিন্তু আর ফেরা হল না।
আবার চলতি মাসেই মুকুটমণিপুর থেকে পিকনিক করে ফেরার পথে, বাঁকুড়ার বিষ্ণুপুরে গাড়ির সঙ্গে ম্যাটাডোরের মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে গাড়ি চালকের মৃত্য হয়েছিল। আহত হন গাড়ির দুই যাত্রী। নিয়ন্ত্রণ হারিয়ে পাশের নয়ানজুলিতে উল্টে পড়ে গিয়েছিল ডিম বোঝাই ম্যাটাডোর। গাড়িটিও দুমড়ে-মুচড়ে গিয়েছিল। পুলিশ সূত্রে খবর পাওয়া যায়, মেদিনীপুর থেকে গাড়ি করে এসেছিল ৬ জনের একটি দল। বাঁকুড়ায় শুশুনিয়া পাহাড় ঘুরে, মুকুটমণিপুরে পিকনিক সেরে ফেরার সময়, রাত ৯টা নাগাদ ৬০ নম্বর জাতীয় সড়কে বাঁকাদহ চেকপোস্টের কাছে দুর্ঘটনা ঘটে।
গত বছর ভাইফোঁটায় ভাইয়ের সঙ্গে বাইকে চড়ে মিষ্টি কিনতে গিয়ে পথ দুর্ঘটনাতেই প্রাণ হারান রীতা সাউ। বীরভূমে ঘটেছিল এটি। বছর পঁচিশের রীতার বাপের বাড়ি ঝাড়খণ্ডের মহেশপুরের কানিঝাড়া গ্রামে। শ্বশুরবাড়ি বীরভূমের মাড়গ্রামের ছোটচৌকি গ্রামে। ভাইফোঁটার দিন সকালে ভাইয়ের বাইকে চেপে নলহাটি এলাকায় এসেছিলেন মিষ্টি কিনতে। নলহাটিতে তাদের বাইকের পিছনে সজোরে ধাক্কা দেয় একটি ট্রাক্টর। ট্রাক্টরের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন রীতা ও তাঁর ভাই। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।
আরও পড়ুন:সোশালের নামে কলেজের টাকা নিয়ে 'উধাও' টিএমসিপি নেতা? অস্বীকার অভিযুক্তের