LIVE UPDATE: নির্মীয়মাণ নতুন ফরাক্কা সেতু ভেঙে মৃত্যু ৩ জনের, চলছে উদ্ধারকাজ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Last Updated:
17 Feb 2020 12:15 AM
কার উদাসীনতার জন্য এই দুর্ঘটনা? প্রশ্ন তুললেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী। দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মোটা ক্ষতিপূরণের দাবিও তুলেছেন কংগ্রেসের সাংসদ।
নির্মীয়মাণ ফরাক্কা সেতু ভেঙে পড়ার ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চাইলেন মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ আবু তাহের। তিনি বলেছেন, 'কে দোষী, তদন্ত করে তা সামনে আনা হোক। কড়া শাস্তি হোক তার।'
কাজ শুরুর দেড় বছরের মধ্যেই মালদার বৈষ্ণবনগরে ভেঙে পড়ল নির্মীয়মাণ নতুন ফরাক্কা সেতু। মৃত দুই শ্রমিক। গুরুতর আহত ৪। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।
মালদা পুলিশের অতিরিক্ত এসপি জানিয়েছেন, ২ শ্রমিকের মৃত্যুর আশঙ্কা করছেন তাঁরা।
সন্ধ্যের পর কেন কাজ চলছিল, তা নিয়ে উঠছে প্রশ্ন। জাতীয় সড়ক কর্তৃপক্ষ এখনও তার কোনও সদুত্তর দিতে পারেনি। যান্ত্রিক বা প্রযুক্তিগত কোনও সমস্যা ছিল কি না, তা নিয়েও কিছু জানানো হয়নি।
প্রেক্ষাপট
কলকাতা: কাজ শুরুর দেড় বছরের মধ্যেই মালদার বৈষ্ণবনগরে ভেঙে পড়ল নির্মীয়মাণ নতুন ফরাক্কা সেতু। আর মর্মান্তিক এই ঘটনায় মৃত্যু হল এক শ্রমিকের। গুরুতর আহত হয়েছেন ৫ জন। তাঁদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।
আজ সন্ধেয় এক ও দু’নম্বর পিলারের মধ্যে গার্ডার বসানোর কাজ চলছিল। সেইসময় আচমকা সেতুর একাংশ ভেঙে পড়ে। সেখানে তখন কাজ করছিলেন ৪০ জন শ্রমিক।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল। গুরুতর আহত অবস্থায় ৬ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখনও ধ্বংসস্তূপের নীচে একজনের আটকে থাকার আশঙ্কা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -